দক্ষিণ ২৪ পরগনা: তপ্ত ভাঙড়। বুধবারই আরাবুল ইসলামের অনুগামীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। যা নিয়ে ভাঙড়ে নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এবার আরাবুল ইসলামের গাড়ি থেকেই উদ্ধার হল কোদালেন বাঁট, প্লাস্টিকের পাইপ। বিডিও অফিস চত্বরে পুলিশি তল্লাশিতে আরাবুলের গাড়ি থেকে এগুলো উদ্ধার হয়। কেন গাড়িতে এসব ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
হাইকোর্ট আগেই আরাবুল ইসলামকে স্পষ্ট করে দিয়েছিল, সপ্তাহে দুদিন পঞ্চায়েত সমিতিতে যেতে পারবেন তিনি। গত সোমবার আরাবুল পঞ্চায়েত সমিতিতে যান। এরপর বৃহস্পতিবার আবারও পঞ্চায়েত সমিতিতে যাচ্ছিলেন আরাবুল। তখনও বিডিও অফিস চত্বরে গেটের কাছে পুলিশ রুটিন মাফিক গাড়ি তল্লাশি চালায়।
গাড়ির পিছন থেকে কোদালের বাঁট, পাইপ উদ্ধার করে পুলিশ। এই সব নিয়ে আরাবুল কোথায় যাচ্ছিলেন, সেটা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। আরাবুল ইসলাম বর্তমানে বিডিও অফিসের ভিতরে রয়েছেন। পঞ্চায়েত সমিতিতে নির্দিষ্ট ঘর এখনও পাননি বলে বিডিও অফিসের ঘরেই রয়েছেন। কলকাতা পুলিশের আধিকারিকরাও রয়েছেন। আরাবুলের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। বিডিও অফিসের বাইরে পুলিশ আরাবুলের গাড়িটিকে ঘিরে রেখেছে। এদিকে, আবার পঞ্চায়েত সমিতির বাইরে জমায়েত করেছেন আরাবুলের অনুগামীরাও।
যদিও আরাবুল ইসলামের ছেলে হকিবুলের বক্তব্য, “দলের ঝান্ডা লাগানোর সরু কিছু প্লাস্টিক পাইপ পাওয়া গিয়েছে। ওটা তো নেতাদের গাড়িতে থাকে। সকাল থেকেই জানি সবার গাড়ি তল্লাশি হচ্ছে। আমাদের গাড়িতে এমন কিছু ছিলনা যাতে তল্লাশিতে ভয় পাব।”