বারুইপুর: কুলতলির চতুর্থ শ্রেণির ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনায় দু’মাসের মাথায় দোষী সাব্যস্ত অভিযুক্ত। সমস্ত সওয়াল জবাব শেষে এদিন মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করল বারুইপুর মহকুমা আদালত। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশান ফাস্ট ট্র্য়াক কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় এদিন এই রায় দেন। ঘটনার ৬১ দিনের মাথায় শুক্রবার হতে চলেছে সাজা ঘোষণা।
প্রসঙ্গত, ৪ অক্টোবর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না চতুর্থ শ্রেণির ওই পড়ুয়ার। দিনভর এলাকায় অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে রাতেই তাঁর দেহ উদ্ধার হয়। সামনে আসে আসল ঘটনা। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ততক্ষণে যদিও ঘড়ির কাটা ১২টার ঘর পেরিয়ে গিয়েছে। ক্যালেন্ডার বলছে দিনটা ছিল ৫ অক্টোবর। এদিকে আরজি কর কেসে তোলপাড় চলছিলই, এরইমধ্যে এ ঘটনায় নতুন করে শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যেই। জোরকদমে তদন্ত শুরু করে দেয় পুলিশ।
৫ অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। ৭ অক্টোবর তৈরি হয় স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। ৩০ শে অক্টোবর ২৫ দিনের মাথায় বারুইপুর আদালতে চার্জশিট জমা করে পুলিশ। ৫ নমেম্বর থেকে আদালতে শুরু হয়ে যায় সাক্ষ্যগ্রণের প্রক্রিয়া। মোট ৩৬ জন সাক্ষী হিসাবে আদালতে হাজির হন বলে জানা যাচ্ছে। অবশেষে ৫ ডিসেম্বর সমস্ত সওয়াল-জবাব শেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত।