Bhangar: ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব, কর্মিসভায় হুঁশিয়ারি দিলেন আরাবুল

Satyajit Mondal | Edited By: অংশুমান গোস্বামী

Oct 30, 2023 | 10:38 AM

কর্মিসভায় আরাবুলের এই অভিযোগ ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। শরিফুলের বিরুদ্ধে সরাসরি দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলেছেন তিনি। সদস্যদের মিটিংয়ে যেতে বাধা দেওয়ারও অভিযোগ তাঁর বিরুদ্ধে যদিও এ বিষয়ে শানপুকুরের তৃণমূল নেতা শরিফুল আলম বলেছেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সব ঠিক হয়ে যাবে।"

Bhangar: ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব, কর্মিসভায় হুঁশিয়ারি দিলেন আরাবুল
কর্মিসভায় আরাবুল ইসলাম
Image Credit source: TV9 Bangla

Follow Us

ভাঙড়: ভাঙড়ে আবারও প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। এবার দলীয় কর্মিসভা থেকে প্রকাশ্যে কর্মীদের হুশিয়ারি দিলেন আরাবুল ইসলাম। দলের ক্ষতি করার জন্য এক শ্রেণির নেতারা আইএসএফ-কে সাহায্য করছে বলে অভিযোগ আরাবুলের। পাশাপাশি শানপুকুর অঞ্চল কমিটির সদস্য শরিফুল ইসলামকেও চরম হুঁশিয়ারি দিয়েছেন আরাবুল। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় বিধানসভার বিজয়গঞ্জ বাজারে দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের ডাকে দলীয় কর্মিসভা অনুষ্ঠিত হয়। আরাবুল এদিন বক্তব্য রাখতে গিয়ে শানপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য শরিফুল আলমকে বলেন, “কিছু কিছু অঞ্চলে আমাদের সমস্যা হচ্ছে। আমাদের কোনও মিটিং হলে তুমি সদস্যদের আসতে নিষেধ করছ। দল তোমাকে এই নির্দেশ দেয়নি, যে তুমি মিটিংয়ে আসতে সদস্যদের নিষেধ করবে। তোমার ভাল না লাগে তুমি দল করবে না। সদস্যদের মিটিংয়ে আসতে বাধা দেওয়ার অধিকার দলতে তোমাকে দেয়নি।”

কর্মিসভায় আরাবুলের এই অভিযোগ ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফের প্রকাশ্যে। শরিফুলের বিরুদ্ধে সরাসরি দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলেছেন তিনি। সদস্যদের মিটিংয়ে যেতে বাধা দেওয়ারও অভিযোগ তাঁর বিরুদ্ধে যদিও এ বিষয়ে শানপুকুরের তৃণমূল নেতা শরিফুল আলম বলেছেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সব ঠিক হয়ে যাবে।” সূত্রের খবর শানপুকুর অঞ্চল প্রধান মিরাজুল ইসলামের সঙ্গে দলেরই অধিকাংশ সদস্যদের সম্পর্ক ঠিক নেই। পঞ্চায়েতের কাজে প্রধান পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ। তবে অঞ্চল প্রধান আরাবুল ইসলাম ঘনিষ্ঠ হওয়ার তাঁর হয়েই এদিন কথা বলেন আরাবুল।

যদিও তৃণমূলের এই অন্তর্কলহ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি আইএসএফ। আইএসএফ নেতা রাইনুর হক বলেছেন, “টাকা দিয়ে পদ কেনা হলে এবং দলীয় কর্মীদের সম্মান না দিলে গোষ্ঠীদ্বন্দ্ব তো হবেই।”

Next Article