বারুইপুর: স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছিল। ঘটনার পর থেকেই পলাতক ছিল স্বামী। তাঁকে তন্ন করে খুঁজছিল বারুইপুর থানার পুলিশ। অবশেষে সোমবার আত্মীর বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে।
আজ বারুইপুর থানার বিশেষ তদন্তকারী দল ও মগরাহাট থানার পুলিশ যৌথ তল্লাশি চালায় মগরাহাটের পশ্চিম বিলারিয়া এলাকায়। সেখান থেকেই গ্রেফতার হয় অভিযুক্ত স্বামী রবিন মণ্ডল। পুলিশ যাতে ধরতে না পারে সেই কারণে মাথা ন্যাড়াও করেছিল অভিযুক্ত। কিন্তু কোনও কিছুতেই হল না লাভ। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, “আজ মগরাহাট এলাকায় অভিযুক্তকে দেখতে পাওয়া যায়। তারপর সেখান থেকে আমাদের টিম গিয়ে গ্রেফতার করে। রবিন মণ্ডল মাথা ন্যাড়া করেছেন নিজের। এবার সেটা কী কারণে করেছেন, পিছনের উদ্দেশ্য কী তা তদন্ত সাপেক্ষ বিষয়।”
প্রসঙ্গত, বারুইপুর থানার শিখরবালি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপালা গ্রামের রবীন মণ্ডল ও অঞ্জলি মণ্ডল। বছর কুড়ি আগে বিয়ে হয় দু’জনের। রবীন পেশায় মদ ব্যবসায়ী। অভিযোগ, জুয়াও খেলতেন তিনি। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল। মৃতের পরিবার সূত্রে খবর, দশমীর দিন অঞ্জলীকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল রবীনের। কিন্তু সেই দিনও অশান্তি হয়। অভিযোগ, তখনই অঞ্জলীকে খুন করে ছাগল থাকার ঘরের মেঝেতে পুঁতে দেয় তাঁকে। তবে একদিন কাটলেও মেয়ের খোঁজ না মেলায় সন্দেহ হয় অঞ্জলীর মা কালী নস্কর। তিনি এসে ঘরের ভিতর পড়ে থাকা কানের দুল দেখেই সন্দেহ করেন। এরপর ছাগল রাখার ঘর থেকে উদ্ধার হয় অঞ্জলীর দেহ।