দক্ষিণ ২৪ পরগনা: কোভিড কাঁটায় বিপর্যস্ত বাংলা। তাতেও হুঁশ ফিরছে না সাধারণ বাসিন্দাদের একাংশর। সরকারের তরফে বারে বারে প্রচার করা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। মাস্ক পরছেন না অনেক। অসচেতন মানুষ। এবার অসচেতন নাগরিকদের ধরপাকড় শুরু করল বারইপুর থানা পুলিশ।
শনিবার সকাল হতেই বারুইপুর রাস্তায় রাস্তায় পুলিশ কর্মীদের টহল দিতে দেখা যায়। মাস্ক ছাড়া যাঁরা বেরিয়েছেন, সেই সকল পথচলতি মানুষ, এমনকি পরিবহন কর্মীদেরকেও সতর্ক করে দেওয়া হচ্ছে।
সোনারপুর পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঝড়ের গতিতে। রাজপুর সোনারপুর পুর এলাকায় সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন করছে পুলিশ। গড়িয়া বাজারে যৌথভাবে পরিদর্শন করেন বিধায়ক ও নরেন্দ্রপুর থানার আইসি ।
প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ রাখা হবে। শুধুমাত্র জরুরিকালীন পরিষেবা চালু থাকবে। এইসময় বাজারগুলি স্যানিটাইজ করার কাজ করবে পুরসভা। কোভিড বিধি রুখতে মাস্ক পরার ব্যাপারে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন। মাস্ক ছাড়া কেউ বের হলে আইনি পদক্ষেপ করা হচ্ছে।
তবে চিকিৎসকরা বলছেন, ওমিক্রনের ক্ষেত্রে উপসর্গ অনেক হালকা। চিকিৎসক বলছেন, “ভাগ্য ভালো আক্রান্তদের বেশিরভাগই ৫-৭ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠছেন। হয়তো হোম আইসোলেশনের যে লম্বা ১৭ দিনের পিরিয়ড, সেটাকেও কমিয়ে আনা হবে। যদি সেটা কমিয়ে আনা হয়, তাহলে ওয়ার্ক টার্নওভার বা অর্থনীতির ক্ষেত্রে অনেকটা উপকারী হবে।”
বিশ্বের অনেক দেশই এখন ১৪ দিন বা ২১ দিনের আইসোলেশনের নিয়মে বদল এনেছে। সম্প্রতি আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আমেরিকাবাসীর জন্য আইসোলেশনের নতুন প্রোটোকল চালু করেছে। সেখানে বলা হয়েছে করোনা আক্রান্ত হলে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। সাতদিন পর কাজে যোগ দেওয়া যাবে। সেই পথেই এবার ভারতও হাঁটবে বলে মনে করছেন আধিকারিকরা। এসএসকেএমের চিকিৎসকদের কথাতেও তেমনই ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুন: Suvendu Adhikari: নেতাইয়ে ‘শহীদ স্মরণে’ শুভেন্দুর থাকায় কোনও বাধা নেই, জানাল হাইকোর্ট