ভাঙড়: আবারও উত্তপ্ত ভাঙড়। আবারও তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ। আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠেছে শওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায়।
প্রসঙ্গত, গত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙড় ২ নম্বর ব্লক অফিসে যান। অভিযোগ, সেদিন থেকেই বিবাদের সূত্রপাত। আরাবুল ইসলামের সঙ্গে তাঁর অনুগামীরা যায় ব্লক অফিসে। আরাবুল ইসলামের সঙ্গে যাওয়ার অপরাধ। তাঁর অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তার অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লা ঘনিষ্ঠ অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়।
এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলাম অনুগামীরা। ঘটনার তদন্তে হাতিশালা থানার পুলিশ। আক্রান্ত আরাবুল অনুগামীর অভিযোগ, “আরাবুল সাহেবের মিটিং ছিল। মিটিংয়ে ভাঙড়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পরই বাড়িতে হামলা, গালিগালাজ করে মারধর শুরু করে, বাড়িতে ভাঙচুর করে।” আরেক মহিলা বলেন, “ওরা ভাঙচুর করছে, আর হুমকি দিচ্ছে। রাকেশের নেতৃত্বে সাগর, দীপু সাউ, প্রশান্ত মিস্ত্রি এসব করে বেড়াচ্ছে। ওরা সবই তৃণমূলের।”
শওকত মোল্লাকে কটাক্ষ করে ভাঙড়ের ২ নম্বর ব্লকের সভাপতি আরাবুল ইসলাম বলেন, “যেভাবে ভাঙড়ে অত্যাচার, জুলুম, সন্ত্রাস, টাকা নেওয়া, তোলাবাজি, সব চালিয়ে যাচ্ছে। তাঁর কী পদ, তিনি পর্যবেক্ষক। অবজার্ভারের নাম করে এই সব চালিয়ে যাচ্ছেন।” এখনও তপ্ত রয়েছে ভাঙড়। সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন শওকত মোল্লা। তবে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।