ঘুটিয়ারিশরীফ: ছেলেটা কেমনভাবে হাঁটাচলা করছিল। তা দেখেই আন্দাজ করেছিল পুলিশ। তারপরই শুরু হয় তল্লাশি। অভিযুক্তের কাছ থেকে যা পেল তাতে চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারী শরীফের কাছে।
মঙ্গলবার দুপুরে শেখ আবদুল কাদের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ঘুটিয়ারী শরীফের পুলিশ। ধৃতের কাছ থেকে দু’কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে। যার বাজার মূল্য আনুমানিক দু’কোটি টাকা। ধৃতের বাড়ি পূর্ব বর্ধমান জেলায় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এই বিপুল পরিমাণ হেরোইন কোথা থেকে কীভাবে পাচার হচ্ছিল, কাদের কাছে পাচার করা হচ্ছিল সব বিষয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।
সাম্প্রতিক অতীতে বারুইপুর পুলিশ জেলায় এতবড় হেরোইন উদ্ধারের ঘটনা ঘটেনি। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে ঘুঁটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ। এ সংক্রান্ত বিষয়ে পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, “আমরা একজনকে গ্রেফতার করেছি। ওর নাম শেখ আবদুল কাদের। ওর কাছে প্রায় দু কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে।”