Bhangar Chaos: ISF ও তৃণমূলের ঝামেলায় আবার উত্তপ্ত ভাঙড়, মারামারি-হাতাহাতিতে জখম ১

Bhangar Chaos: তবে সকালবেলা ঝামেলা শুরু হলেও সন্ধ্যা নাগাদ আরও উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, তৃণমূলের এক কর্মী এলাকায় আইএসএফ-এর পার্টি অফিসের সামনে যাওয়ার তাঁকে লক্ষ্য করে আইএসএফের কর্মী সমর্থকরা গালিগালাজ এবং মারধর করে।

Bhangar Chaos: ISF ও তৃণমূলের ঝামেলায় আবার উত্তপ্ত ভাঙড়, মারামারি-হাতাহাতিতে জখম ১
উত্তপ্ত ভাঙড়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 7:01 AM

ভাঙড়: আবার উত্তপ্ত ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের মারামারিতে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার কোচপুকুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি জল নিকাশি ব্যবস্থাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত ঘটে আইএফএস ও তৃণমূলের মধ্যে।

তবে সকালবেলা ঝামেলা শুরু হলেও সন্ধ্যা নাগাদ আরও উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, তৃণমূলের এক কর্মী এলাকায় আইএসএফ-এর পার্টি অফিসের সামনে যাওয়ার তাঁকে লক্ষ্য করে আইএসএফের কর্মী সমর্থকরা গালিগালাজ এবং মারধর করে। ঘটনাস্থলে আসে কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

আইএসএফ-এক কর্মী ঘটনার বিষয়ে অস্বীকার করে বলেন, “আমি আইএসএর সদস্য মাত্র। এই ব্যপারে কিছুই জানি না। আমি এখানে আসার পর দেখি ওদের মারামারি হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম কী ঘটেছে। তখন তৃণমূলের লোকজন আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমায় মেরেছে।” অপরদিকে আহত তৃণমূল কর্মীর ছেলের দাবি, “সকালবেলা একটা গণ্ডগোল হয়েছিল বাবার সঙ্গে আইএসএফ এর। সেই ঝামেলা মিটে গেলেও সন্ধ্যেবেলা ওরা ফের আমার বাবাকে মারধর করে। কারণ বাবা ওদের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল তাই।”