Bhangar: ফের ভাঙড়ে ১৪৪ ধারা, উপসমিতি গঠনে অশান্তি এড়াতে সিদ্ধান্ত প্রশাসনের

Bhangar: কাশিপুর থানা এলাকায় আজ মোট সাতটি গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন রয়েছে। কাশিপুর থানার পক্ষ থেকে সেই কারণে আগে থেকেই চলেছে মাইকিং।

Bhangar: ফের ভাঙড়ে ১৪৪ ধারা, উপসমিতি গঠনে অশান্তি এড়াতে সিদ্ধান্ত প্রশাসনের
ভাঙড়ে জারি ১৪৪ ধারাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 8:30 AM

ভাঙড়: আবার ১৪৪ ধারা ভাঙড়ের একাংশে। মঙ্গলবার ভাঙড়-২ ব্লকে পঞ্চায়েত উপসমিতি গঠন প্রক্রিয়ায় যাতে কোনও রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় , তা নজরে রেখেই কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা।

কাশিপুর থানা এলাকায় আজ মোট সাতটি গ্রাম পঞ্চায়েতে উপসমিতি গঠন রয়েছে। সেই কারণে কাশিপুর থানার পক্ষ থেকে আগেভাগেই শুরু হয়েছে মাইকিং। এই বিষয়ে বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার জানিয়েছেন, সকাল ৬টা থেকে শুরু হয়ে সন্ধে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত অগস্ট মাসেও ভাঙড় ২ ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের সময় ব্লক দফতর সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। কিন্তু সেই সময় ১৪৪ ধারা অমান্য করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কাঁঠালিয়া চৌমাথায় পথসভা করেছিল ঘাসফুল শিবির। আরাবুল ইসলাম, শওকত মোল্লারা নিজেদের প্রায় কয়েকশো তৃণমূল কর্মী নিয়ে ব্লক অফিসে মিছিল করে গিয়েছিলেন বলে অভিযোগ করে আইএসএফ। তাই উপসমিতির গঠনে যাতে কোনও অশান্তির বাতাবরণ তৈরি না হয় সেই কারণে ফের প্রশাসনের পক্ষ থেকে জারি ১৪৪ ধারা