রানওয়ে থেকে গোঁত্তা খেয়ে বিস্ফোরণ বিমানে! মৃত ১৭৯ যাত্রী, বছর শেষে ভয়ঙ্কর দুর্ঘটনা

Plane Crash: ১৮১ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। মৃত কমপক্ষে ১৭৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। 

রানওয়ে থেকে গোঁত্তা খেয়ে বিস্ফোরণ বিমানে! মৃত ১৭৯ যাত্রী, বছর শেষে ভয়ঙ্কর দুর্ঘটনা
জ্বলছে বিমানটি।Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 29, 2024 | 10:48 AM

সিওল: বছর শেষে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। এবার দুর্ঘটনার মুখে দক্ষিণ কোরিয়ার বিমান। ১৮১ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। মৃত কমপক্ষে ১৭৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

জানা গিয়েছে, এ দিন দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ভেঙে পড়ে বিমানটি। থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ার ফ্লাইট ২২১৬ বিমানটি। অবতরণ করার সময় হঠাৎ রানওয়ে থেকে পিছলে গিয়ে মুখ থুবড়ে পড়ে বিমানটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৭৯ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, বিমানে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি অবতরণ করার সময় গোঁত্তা খায় রেলিংয়ে। এরপরই বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় বিমানে। প্রাথমিক তদন্তে অনুমান, অবতরণের মুহূর্তে পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানের, যার জেরে ল্য়ান্ডিং গিয়ারে কোনও সমস্যা হয়। চাকা না খোলাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান।

বর্তমানে দক্ষিণ কোরিয়ায় কোনও স্থায়ী প্রেসিডেন্ট নেই। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চই সং-মোক যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। আরও উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।