Bhangar ISF Worker Arrest: বোমা-বন্দুক-অস্ত্র কী নেই বাড়িতে, ভাঙড়ে গ্রেফতার ISF কর্মী

Satyajit Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 17, 2023 | 4:39 PM

Bhangar ISF Worker Arrest: পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর নাগাদ পানাপুকুর গ্রামের আইএসএফ কর্মী শেখ করিমের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় দু'টি বন্দুক ও বোমা তৈরির এক বস্তা সরঞ্জাম। এর পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ ধারাল অস্ত্র। অভিযুক্তকে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ।

Bhangar ISF Worker Arrest: বোমা-বন্দুক-অস্ত্র কী নেই বাড়িতে, ভাঙড়ে গ্রেফতার ISF কর্মী
ভাঙড়ে গ্রেফতার আইএসএফ কর্মী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ভাঙড়: ভাঙড় আছে ভাঙড়েই! পঞ্চায়েত ভোটের আগে হোক বা পরে মারামারি, খুন, বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। তবে পরিস্থিতি যে শান্ত হয়নি তার আরও একবার প্রমাণ মিলল আজ। এবার ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার বন্দুক। শুধু তাই নয়, একই সঙ্গে উদ্ধার হল বোমা তৈরির সরঞ্জাম। রবিবার দুপুরে এমনই ঘটনা ঘটেছে কাশিপুর থানার পানাপুকুর গ্রামে।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর নাগাদ পানাপুকুর গ্রামের আইএসএফ কর্মী শেখ করিমের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালাতেই উদ্ধার হয় দু’টি বন্দুক ও বোমা তৈরির এক বস্তা সরঞ্জাম। এর পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ ধারাল অস্ত্র। অভিযুক্তকে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ।

আর এই ঘটনার পরই লেগেছে রাজনীতির রঙ। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙরের অবজারভার শওকত মোল্লা বলেন, “আইএসএফ-এর সমাজ বিরোধীদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে। ওদের কাছে রাইফেল-গ্রেনেড-বন্দুক অত্যাধুনিক অস্ত্র রয়েছে। আর এটা আজ আরও একবার প্রমাণিত হল।” অপরদিকে, পঞ্চায়েত সমিতির সদস্য তথা আইএসএফ নেত্রী জানিয়েছেন, “প্রশাসন যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে দেখা যাবে তৃণমূলের অনেক কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে।”

Next Article