পাথরপ্রতিমা: আবারও সুন্দরবনের লোকালয়ে ঢুকে পড়ল কুমির। শনিবার দুপুরে পাথরপ্রতিমার বনশ্যামনগর এলাকার একটি পুকুরে কুমিরটিকে দেখতে পায় এলাকার মানুষ। এলাকার পুকুরে কুমির ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। রীতিমতো শোরগোল পড়ে যায়। পুকুরে কুমির দেখে খবর দেওয়া হয় বনদফতরের রামগঙ্গা রেঞ্জ অফিসে। এর পর বনকর্মীরা জাল নিয়ে এলাকায় পৌঁছন। ঘিরে ফেলে পুরো পুকুর। শনিবার সন্ধ্যা নাগাদ পূর্ণবয়স্ক কুমিরটিকে জালবন্দি করেন বনকর্মীরা।
উদ্ধার করে নিয়ে যাওয়ার পর কুমিরের শারীরিক পরীক্ষা করানো হয়েছে। শরীর ঠিক থাকায় সুন্দরবনের চুলকাটি জঙ্গলের কাছে খাঁড়িতে রাতে ছেড়ে দেওয়া হবে কুমিরটিকে। প্রায় ১৫ ফুটের দৈর্ঘ্যের কুমিরের ওজন ছিল প্রায় ৩০০ কেজি। পাশের নদী থেকে জোয়ারের জলে কুমিরটি ঢুকে পড়ে বলে মত বনকর্মীদের। গত কয়েক মাসে পাথরপ্রতিমায় একাধিকবার লোকালয়ে কুমির ঢুকে পড়ার ঘটনা ঘটল।
এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন কান্তি মণ্ডল বলেছেন, “রামগঙ্গা রেঞ্জের কর্মীরা কুমিরকে উদ্ধার করেছে। প্রায় ১৫ ফুট লম্বা পুরুষ কুমির এটি। কুমিরের স্বাস্থ্য পরীক্ষা করে রাতে কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে।”