দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আবারও আরাবুল বনাম শওকত। তৃণমূলের ফাটল আরও চওড়া হচ্ছে ভাঙড়ে। তোলাবাজি থেকে সরকারি টাকা, সমস্ত কিছু আত্নসাতের অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে। অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। আর তার জেরে আরাবুলের বিরুদ্ধে সম্মানহানির অভিযোগে আইনি নোটিস পাঠালেন ক্য়ানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
শওকত মোল্লাকে ঠিক কী বলেছেন আরাবুল?
আরাবুল ইসলামের তীব্র আক্রমণ, শওকত মোল্লার গোটা পরিবারই ঠিকাদারির সঙ্গে যুক্ত। ভাঙড়ে তৃণমূল পর্যবেক্ষকের বিরুদ্ধে দল ব্যবস্থা নিক, দাবি আরাবুল ইসলামের। আরাবুল বলেন, “ওনার ছেলে, ওনার বউ, আত্মীয়স্বজন, সকলেই ঠিকাদারির কাজ করেন। আমার কাছে খবর আছে, কোটি কোটি টাকার কাজ করেন, পুরো টাকাটাই উনি নিয়ে চলে আসেন। তারপরও আমাকে ওর কাছে শিখতে হবে, ভাঙড়ের মানুষের উন্নয়ন ও করবে! ঠিকাদারদের কাছ থেকে টাকা নেবে, উন্নয়ন করবে। আমি ধিক্কার জানাই, ওর মুখ থেকে এই ধরনের কথা শোনার জন্য।”
শওকতকে খোঁচা দিয়ে আরাবুল আরও বলেন, “এই ধরনের মুখোশধারী পর্যবেক্ষকের নাম করে ভাঙড়ে তোলাবাজি, এটা তৃণমূল কংগ্রেস পছন্দ করে না।”
আর এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই আরাবুল ইসলামকে আইনি নোটিস পাঠিয়ে দিয়েছেন শওকত মোল্লা। TV9 বাংলাকে শওকত মোল্লা বলেন, “আইনি নোটিস এর মধ্যেই পাঠিয়েছি। আইনতভাবে যা কথা বলার বলব। কোন পাগল-ছাগল কী বলল না বলল, এসব নিয়ে আমাদের মাথাব্যথার কোনও কারণ নেই। ওকে প্রত্যেকটা বিষয়ের উত্তর দেবে। এ কোন হরিদাস পাল? যে জেল খেটে এসেছে, তার কাছে আমার রাজনীতি শিখতে হবে!”
এক সময়ে ভাঙড় ছিল আরাবুল ইসলামের গড়। গত পাঁচ-ছ’বছরের ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপটে সমীকরণ অনেক বদলেছে। ভাঙড়ের পর্যবেক্ষক হিসাবে শওকত মোল্লার দায়িত্ব পাওয়া, লোকসভা নির্বাচনের ঠিক আগেই আরাবুল ইসলামের জেল-যাত্রা- সবই পাল্টে দিয়েছে সমীকরণ। তৃণমূল অন্দরে এটা সর্বজন স্বীকৃত, আরাবুল-শওকতের নেতৃত্বে ভাঙড়ে চলছে সমান্তরাল এক রাজনীতি। বাগযুদ্ধ আগেই ছিল, এবার আইনি। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ” দল না থাকলে ওদের ভিক্ষাও জুটবে না। এখন বড় বড় কথা। সিপিএমের সময়ে আগেও করেছে এই শওকত মোল্লা। তার থেকে আরাবুলের একটু স্ট্যান্ডার্ড আছে। দল ক্ষমতায় না থাকলে, ওদেরকে হকারও পয়সা দেবে না।”