ভাঙড়: ভাঙড়ে ইডি হানা দেওয়া রাইস মিলের সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসনের আধিকারিকরা। গত মাসেই ভাঙরের দুটি রাইস মিলে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। সেই রাইস মিলটি তৈরির সময় প্রায় এক বিঘা সরকারি জমি জবরদখল করে তৈরি হয়েছিল বলে অভিযোগ। আর এই জবরদখল করতেই সাহায্য করেছিলেন সেই সময়কার দাপুটে তৃণমূল নেতা কাইজার আহমেদ। এমনই অভিযোগ তুললেন বর্তমান ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা।
সাত মাস আগে এই জমির বিরুদ্ধে ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্না মন্ডল দখল মুক্ত করতে বি এল আর ও অফিসে অভিযোগ দায়ের করেছিলেন। বুধবার বিকালে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির আধিকারিকরা জমি মাপার কাজ করে। জমি চিহ্নিতকরণ করার পর জমিটি প্রশাসনের পক্ষ থেকে আপাতত দখল করা হয়।
যদিও এই ঘটনায় কাইজার আহমেদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। সরাসরি সংবাদমাধ্যমের সামনে কথা না বললেও কাইজার আহমেদের দাবি, “আমাকে মিথ্যা দোষারোপ করার জন্যই এগুলো করা হচ্ছে। এর সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। প্রতিহিংসার রাজনীতি করছেন বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিকরা।” কারখানা কর্তৃপক্ষের দাবি, “বর্তমানে এই রাইস মিলের মালিকরা জেলবন্দি রয়েছেন। ফলে এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করা যাবে না।”