মহেশতলা: একদিকে তিলোত্তমার ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। মামলা চলছে সুপ্রিম কোর্টে। এর মধ্যে আবার নাইট ডিউটি চলাকালীন কর্তব্যরত নার্সকে দেখে প্রেমে পড়ে গেলেন যুবক। দিয়ে ফেলেন প্রেমের চিঠি। ব্যাস তাতেই পড়ে গেলেন ফ্যাঁসাদে। বিষয়টি জানাজানি হতেই সোজা অভিযোগ দায়ের হল মহেশতলা থানায়। অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মহেশতলার বজবজ ইএসআই হাসপাতালে।
জানা যাচ্ছে, সোমবার রাত্রিবেলা নাইট ডিউটি করছিলেন ওই নার্সিং স্টাফ। সারারাত ডিউটি করার পর মঙ্গলবার সকালে যখন চেঞ্জিং রুমে যান, তখনই দেখেন মেঝের মধ্যে একটি কাগজ পড়ে রয়েছে। কাগজটি তুলে দেখেন সেই কাগজটির মধ্যে একটি প্রেমের প্রস্তাব লেখা আছে। যুবক সেখানে লিখেছেন, ‘আই লাভ ইউ। প্রথম দেখাতেই তোমায় ভালবেসে ফেলেছি।’
এরপরেই বিষয়টি জুনিয়র নার্স সিনিয়র ডাক্তারদের ও নার্সদের জানান কর্তব্যরত নার্স। পরবর্তীতে খোঁজখবর নিয়ে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে নার্সরাই। এরপর খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। জানা যাচ্ছে, ওই যুবকের বাবা হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে ভর্তি রয়েছেন। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে বজবজ ইএসআই হাসপাতালে কর্মরত নার্সরা। ইতিমধ্যেই মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।