দক্ষিণ ২৪ পরগনা: সমুদ্রের ধারে টহল দিচ্ছিলেন সিভিল ডিফেন্স কর্মীরা। দেখেন সমুদ্রের ধারে একজন অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। পরণে ধূসর বারমুডা, সাদা গেঞ্জি। এরপরই ওই কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। যদিও শেষ অবধি তাঁকে বাঁচানো যায়নি। বকখালির তটে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
রবিবার বিকালে সমুদ্র সৈকতে কর্তব্যরত সিভিল ডিফেন্স কর্মীরা ওই ব্যক্তিকে দেখতে পান। কাকদ্বীপের সিভিল ডিফেন্স কর্মী অলোক দাস বলেন, “আমরা সমুদ্রের ধারে টহল দিচ্ছিলাম। সিভিল ডিফেন্স কর্মী হিসাবে নিয়মিতই আমরা টহল দিয়ে থাকি। সেই সময় এক ব্যক্তিতে অচৈতন্য অবস্থায় দেখতে পাই। তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। তারপর আমরা ওনাকে আমাদের ক্যাম্পে আনি। থানাতে খবর দেওয়ার পর অ্যাম্বুল্যান্সে পাঠানো হয়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও পাঠানো হয়।” উদ্ধারকারীরা জানান, দেহটি যখন উদ্ধার হয়, তখন আশেপাশে কেউ ছিল না। বকখালিতে ওই ব্যক্তি একাই এসেছিলেন নাকি তাঁর সঙ্গে কেউ ছিল, জানার চেষ্টা করছে পুলিশ।
আজ সোমবার কাকদ্বীপ হাসপাতালে দেহটির ময়নাতদন্ত করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি শিলিগুড়ি পুরনিগম এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপান করে সমুদ্রে নেমেছিলেন তিনি। এদিকে ভরা বর্ষা, নিম্নচাপ ও পূর্ণিমার ভরা কোটালের কারণে রবিবার উত্তাল ছিল সমুদ্র। কোনওভাবে তলিয়ে যান। পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে।