ক্যানিং: মধুচক্র চালানোর প্রতিবাদ। তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তের বিরুদ্ধে। মঙ্গলবার রাত্রিবেলা ঘটনাটি করেছে ক্যানিং থানার অন্তর্গত খাস কুমরো খালি গ্রামে। আহত বুথ সভাপতি নাম সনাতন সর্দার।
আহত বুথ সভাপতির দাবি, দীর্ঘদিন ধরে অভিযুক্ত হরপ্রসাদ মণ্ডল কয়েকজন মহিলাকে এনে এলাকায় মধুচক্র চালাচ্ছে। এরপরই গ্রামবাসীদের কয়েকজন এই বিষয়ে ওই বুথ সভাপতির কাছে নালিশ জানান।এরপর মঙ্গলবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ বুথ সভাপতি সনাতন সর্দার অভিযুক্ত হরপ্রসাদ মণ্ডলকে বোঝাতে যান এলাকার এসব বাজে কাজকর্ম বন্ধ করতে হবে।
অভিযোগ, এই কথা বলতেই আচমকাই সনাতন সর্দারের উপর অতর্কিতে হামলা চালায় হরপ্রসাদ। বটির বাট দিয়ে বেধড়ক মারধর করা হয়। যার জেরে পুকুরে পড়ে যান তিনি। এরপরও ছেড়ে কথা বলেনি অভিযুক্ত। পুনরায় হামলা করেন ওই ব্যক্তি। হাত দিয়ে ঠেকাতে গেলে হাতেও আঘাত পান ওই বুথ সভাপতি। এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
সনাতনের বলেন, “দীর্ঘদিন ধরে বাইরে থেকে মহিলাদের এনে অসমাজিক কাজকর্ম করছিল হরপ্রসাদ। তারই প্রতিবাদ করেছিল। তাই আমার উপর এই হামলা করেছে। পাশাপাশি হরপ্রসাদ এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। আমি তৃণমূল করতাম বলে আমার উপর আগেই রাগ ছিল। সেই রাগের বশেই আমাকে এভাবে মারধর করেছে।”