Diamond Harbour: মাঝ সমুদ্রে ভাসছিল নিথর শরীরটা, বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 25, 2024 | 1:23 PM

Diamond Harbour: খবর দেওয়া হয় নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যদের। পরিবার গিয়ে দেহ শনাক্ত করে। বুধবারই কাকদ্বীপ মহকুমা হাসপাতাল মর্গে পাদুরি দাসের দেহের ময়নাতদন্ত হবে। পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। গত শুক্রবার ভোর রাতে সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে এফবি বি গোবিন্দ ট্রলার উল্টে যায়।

Diamond Harbour: মাঝ সমুদ্রে ভাসছিল নিথর শরীরটা, বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার
নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

ডায়মন্ড হারবার:  অবশেষে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ মৎস্যজীবীর দেহ উদ্ধার হল। মৃত মৎস্যজীবীর নাম পাদুরি দাস। মঙ্গলবার বিকালে বকখালি থেকে আরও গভীর সমুদ্রে দেহ ভাসতে দেখা যায়। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ দেহ উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে যায়।

খবর দেওয়া হয় নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যদের। পরিবার গিয়ে দেহ শনাক্ত করে। বুধবারই কাকদ্বীপ মহকুমা হাসপাতাল মর্গে পাদুরি দাসের দেহের ময়নাতদন্ত হবে। পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। গত শুক্রবার ভোর রাতে সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে এফবি বি গোবিন্দ ট্রলার উল্টে যায়। ৮ জনের মৃতদেহ উদ্ধার হয় ট্রলারের কেবিন থেকে। মোট ১৭ জন মৎস্যজীবী ছিলেন ওই ট্রলারে। বাকি ৬ জনকে অবশ্য জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাঁরাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে উল্টে গিয়েছিল এফবি গোবিন্দ নামক ট্রলারটি। ওই ট্রলারটিকে উদ্ধার করে  হরিপুরের অদূরে লুথিয়ান দ্বীপের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু জোয়ার থাকায় প্রথমে উদ্ধারকার্যে বিঘ্ন ঘটছিল। পরে ধীরে ধীরে কেবিনের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল ফ্যাকাসে হয়ে যাওয়া ৮ জন মৎস্যজীবীর দেহ।

Next Article