ডায়মন্ড হারবার: অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক রয়েছে। সন্দেহ করে প্রকাশ্যে স্ত্রীয়ের ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের রবীন্দ্রনগরের কাছে হুগলি নদীর তীরে। অ্যাসিড হামলায় গুরুতর আহত হয়েছেন বছর চল্লিশের গৃহবধূ। স্থানীয় বাসিন্দারাই তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে যায় ডায়মন্ড হারবার থানার পুলিশও। অভিযুক্ত স্বামী শেখ শাহরুখকে গ্রেফতার করেছে পুলিশ।
যে স্থানে ঘটনাটি ঘটেছে, তার পাশেই সরকারি সার্কিট হাউস। এছাড়াও নদীর তীরে পর্যটকদেরও ভিড় ছিল। আচমকা এক মহিলার চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা দৌড়ে গিয়ে দেখতে পান, মাঠের ওপর পড়ে এক মহিলা ছটফট করছেন। জানা গিয়েছে, ওই মহিলার বাবার বাড়ি মুর্শিদাবাদে। তাঁর সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা শেখ শাহরুখের বিয়ে হয়েছিল কয়েক বছর আগে। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে।
কিন্তু নিত্য অশান্তিতে বিরক্ত হয়ে ওই গৃহবধূ অন্যত্র থাকছিলেন। এদিন ছেলেকে নিয়ে ডায়মন্ড হারবারে ঘুরতে গিয়েছিলেন ওই মহিলা। তখনই তাঁর পিছু নেন স্বামী শাহরুখ। এরপরই আচমকাই ফাঁকা জায়গায় তাঁকে লক্ষ্য করে কার্বোলিক অ্যাসিড ছুড়ে মারেন বলে অভিযোগ। পুলিশ কার্বোলিক অ্যাসিডের বোতলটিও ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।