Baruipur Farmhouse: বারুইপুরের বাগানবাড়ি পার্থের মেয়ে সোহিনীর নামে, জানালেন স্থানীয় তৃণমূল নেতা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 28, 2022 | 1:48 PM

Partha Chatterjee: দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বর্তমান জনস্বাস্থ্য কারিগরী ও পরিবেশ দফতরের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা আবু তাহের সর্দার জানালেন, ওই বাগানবাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী চট্টোপাধ্যায়ের নামে।

Baruipur Farmhouse: বারুইপুরের বাগানবাড়ি পার্থের মেয়ে সোহিনীর নামে, জানালেন স্থানীয় তৃণমূল নেতা
বারুইপুরের বাগানবাড়ি সোহিনী চট্টোপাধ্যায়ের নামে

Follow Us

বারুইপুর: অর্পিতা মুখোপাধ্যায়ের ২টি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, সোনা উদ্ধারের পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। আদালতের নির্দেশে ইডি-র হেফাজতেই রয়েছেন তাঁরা। টাকা উদ্ধারের ঘটনার পর থেকে অর্পিতা ও পার্থের সম্পত্তি এবং নামে-বেনামে থাকা ফ্ল্যাটের হদিশ মিলছে। বারুইথানা থানা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের পুড়ি গ্রামে একটি বাগানবাড়ির মালিকানা নিয়েও গত ২ দিন ধরে জল্পনা ছড়িয়েছিল। প্রায় ২ বিঘা জমির উপর গড়ে তোলা ওই বাগানবাড়ি পার্থ ও অর্পিতার নামেই রয়েছে বলে মনে করা হচ্ছিল। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বর্তমান জনস্বাস্থ্য কারিগরী ও পরিবেশ দফতরের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা আবু তাহের সর্দার জানালেন, ওই বাগানবাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী চট্টোপাধ্যায়ের নামে। এই বাড়িতেই বুধবার রাতে চুরির অভিযোগ উঠেছে। এৎ জেরে প্রমাণ লোপাটের আশঙ্কা নিয়েও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বারুইপুরের ওই বাগানবাড়ি কেনার সময় আবু তাহের বড় ভূমিকা নিয়েছিল বলে জানা গিয়েছে। টিভি৯ বাংলা তরফে বৃহস্পতিবার যোগাযোগ করা হয়েছিল আবু তাহেরের সঙ্গে। তিনি জানিয়েছেন, ২০১৩ সালে এই বাগানবাড়িটি কেনা হয়েছিল। প্রায় ২০ লক্ষ টাকায় তা কেনা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। বাগানবাড়ির মালিকানা নিয়ে তিনি বলেছেন, “এই বাগানবাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের নয়। তাঁর মেয়ে সোহিনী চট্টোপাধ্যায় এটি কিনেছিলেন।” তিনি পার্থের ঘনিষ্ঠ হওয়ার সূত্রেই সাহায্য করেছিলেন বলে জানিয়েছেন। তবে এই বাগানবাড়িতে অর্পিতা মুখোপাধ্যায়কে কখনও আসতে দেখেননি বলে জানিয়েছেন তিনি। তবে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং তাঁর মেয়ে-জামাই অনেক বার এসেছিলেন বলে জানিয়েছেন আবু তাহের। যদি স্ত্রী মারা যাওয়ার পর পার্থকে কখনও আসতে দেখেননি।

এই বাগানবাড়িতেই বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে চার দুষ্কৃতী বাড়ির তালা ভেঙে বাড়ির জিনিসপত্র নিয়ে পালিয়েছে। আওয়াজ শুনে স্থানীয়রা এলেও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখায় দুষ্কৃতীরা। তার পর চারচাকা গাড়ি করে পালিয়ে যায়। এই ঘটনা ঘিরে প্রমাণ লোপাটের বিষয়টি মাথাচাড়া দিয়েছে।

Next Article