Baruipur Murder: বিবাহ বহির্ভূত সম্পর্কের করুণ পরিণতি! চমকে উঠল বারুইপুরবাসী

Abhigyan Naskar | Edited By: অংশুমান গোস্বামী

Nov 22, 2023 | 7:58 PM

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বারুইপুর সংলগ্ন ওই এলাকায় ভাড়া থাকতেন দু’জনে। উত্তম ও অপর্ণার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। বারুইপুরের এলাকার ওই ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় এলাকাবাসী খবর দেন পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে দেখে গুলিবিদ্ধ অবস্থায় দুই মৃতদেহ। উত্তমের হাত থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

Baruipur Murder: বিবাহ বহির্ভূত সম্পর্কের করুণ পরিণতি! চমকে উঠল বারুইপুরবাসী
প্রেমিকাকে খুন করে আত্মঘাতী প্রেমিক
Image Credit source: TV9 Bangla

Follow Us

বারুইপুর: প্রেমিকাকে গুলি করে খুন করছেন প্রেমিক। তার পর নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। বুধবার এই ঘটনা সামনে এসেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে বাইপাস সংলগ্ন এলাকায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে। মৃতেরা হলেন উত্তম মণ্ডল (৪৮) ও অপর্ণা মণ্ডল (৪২)।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বারুইপুর সংলগ্ন ওই এলাকায় ভাড়া থাকতেন দু’জনে। উত্তম ও অপর্ণার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। বারুইপুরের এলাকার ওই ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় এলাকাবাসী খবর দেন পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে দেখে গুলিবিদ্ধ অবস্থায় দুই মৃতদেহ। উত্তমের হাত থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

জানা গিয়েছে, উত্তমের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার রসা এলাকায়। তিনি পেশায় লরিচালক। অপর্ণার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ধামুয়া এলাকায় বলে জানতে পেরেছে পুলিশ। তাঁরা দুজনেই বিবাহিত। এবং তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। মাস ছয়েক আগে স্বামী-স্ত্রী পরিচয়ে বারুইপুরের ওই এলাকায় বাড়ি ভাড়া নেন দুজনে। সোমবার উস্তির বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন উত্তম। মঙ্গলবারই তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান অপর্ণাকে গুলি করার পর নিজেও গুলিবিদ্ধ হয়ে আত্মঘাতী হন উত্তম। তবে কী কারণে এই খুন সেই বিষয়টি পরিষ্কার নয়।

Next Article