Saokat Molla-Arabul: ‘যেখানে পাব, লটিয়ে দেব…’, শওকত অনুগামীদের মুখে হুঁশিয়ারি
Bhangar TMC: তৃণমূল নেতা আরাবুল ইসলামের সঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দ্বন্দ্ব ভাঙড়ে নতুন নয়। আরাবুল জেল থেকে ফেরার পর থেকেই সেই বিষয়টা সামনে এসেছে। আর এবার আরাবুলের সঙ্গে হাত মিলিয়েছেন আর এক দাপুটে নেতা কাইজার আহমেদ। দুজনেই শওকতের বিরোধিতায় কোমর বেঁধেছেন।

ভাঙড়: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হচ্ছে ভাঙড়। সরগরম হচ্ছে ভাঙড়ের রাজনীতি। শাসক-শাসক লড়াই প্রকট হয়ে উঠেছে। প্রথমে মুখ খুলেছেন খোদ নেতারা। আর এবার একে একে মুখ খুলছেন তাঁদের অনুগামীরা। আরাবুল-কাইজারদের জবাব দেওয়া ভার নিয়েছেন শওকতের অনুগামীরাই।
তৃণমূল নেতা আরাবুল ইসলামের সঙ্গে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দ্বন্দ্ব ভাঙড়ে নতুন নয়। আরাবুল জেল থেকে ফেরার পর থেকেই সেই বিষয়টা সামনে এসেছে। আর এবার আরাবুলের সঙ্গে হাত মিলিয়েছেন আর এক দাপুটে নেতা কাইজার আহমেদ। দুজনেই শওকতের বিরোধিতায় কোমর বেঁধেছেন। সংবাদমাধ্যমের সামনে এসে পদ থেকে শওকতের অপসারণ চেয়েছেন তাঁরা। এই পরিস্থিতির মাঝেই আরাবুল-কাইজারকে রীতিমতো হুমকি দিতে শোনা গেল শওকতের অনুগামী অহিদুল ইসলামকে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অহিদুল বলেন, “২০২৬-এর বিধানসভা ভোটে আরাবুল, হাকিমূল, কাইজারদের যেখানেই পাব, সেখানেই লটিয়ে দেব। শওকত মোল্লার নেতৃত্বেই আমরা লড়াই করব।” শওকত মোল্লার অনুগামী বলে পরিচিত চালতাবেড়িয়া অঞ্চলের এই নেতার বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
কাইজার ও আরাবুল শওকত মোল্লার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করার পর একের পর এক শওকত অনুগামী কাইজার ও আরাবুলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন। আর এবার সরাসরি রাস্তায় ফেলে মারার হুমকি। তবে শওকত নিজে অবশ্য এসব কথায় বিশেষ কর্ণপাত করছেন না। তিনি সাফ জানিয়েছেন, যার যা বলার আছে বলুক, তিনি একটুও বিচলিত নন।
এদিকে শওকতের বিরুদ্ধে মুখ খুলেছেন ফুরফুরা শরিফের ত্বহা সিদ্দিকী। তাঁর দাবি, শওকত মোল্লা অনেককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। বিধায়ক হওয়ার পর শওকত নিজেকে হিটলার বলে মনে করছেন, এমন কথাও বলেছেন ত্বহা সিদ্দিকী।
