আজ থেকে শুরু হল গঙ্গাসাগর মেলা। দূর-দূরান্ত থেকে প্রচুর পূণ্যার্থী ইতিমধ্যে এসে পৌঁছেছে মেলায়। করোনা বিধি মেনে জোর প্রস্তুতি শুরু হয়েছে পূণ্য স্নানের। কিন্তু আদৌ কতটা মানা হচ্ছে মেলার করোনা বিধি? দেখে নেওয়া যাক
আনুষ্ঠানিকভাবে গত শুক্রবার গঙ্গাসাগর মেলার পরিষেবা প্রদানের শুভ সূচনা হয়েছে। কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ ছাড়পত্র পাওয়ার পর তৎপরতা তুঙ্গে। তাই করোনা পরিস্থিতিতে ব্যবস্থাপনায় কোনও রকম খামতি রাখতে চাইছে না দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
তবে ভিড় কিন্তু হচ্ছেই। কোনওরকম দূরত্ববিধি মানা হচ্ছে না। সচেতনতা বাড়ানো হলেও ছবি কিন্তু অন্য কথাই বলছে। বাস এবং অন্যান্য গাড়িগুলি পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করছে না। সচেতনতার কথা মুখে বলা হলেও চিত্রটা কিন্তু আলাদা।
মেলা প্রাঙ্গন থেকে প্লট নম্বর ৮ জেটিঘাট, কচুবেড়িয়া জেটিঘাট, বিভিন্ন বাসস্ট্যান্ডে থিকথিক করছে ভিড়। উধাও হয়েছে দূরত্ববিধি। প্রায় জমায়েত করেই চলছে যাত্রা।
টিকার জন্য অপেক্ষা, নিজস্ব চিত্র
সচেতনতা প্রচার করা হচ্ছে সরকারি তরফ। রীতিমতো মাইকিং করা হচ্ছে পূন্যার্থীদের উদ্দেশ্য। যাতে ভিড়,জমায়েত এড়িয়ে চলেন তাঁরা।
পাশাপাশি থার্মাল গান দিয়ে মাপা হচ্ছে পূণ্যার্থীদের শরীরের তাপমাত্রা
এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, "দু একটি জায়গায় কিছু-কিছু এমন ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে এটা ঘটতেই থাকবে। এই ভাইরাসের প্রথম দ্বিতীয় তৃতীয় ঢেউ এসেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেই নীতি মেনেই আমরা এগোচ্ছি যাতে আমাদের পূণ্যার্থীদের কোনও অসুবিধা না হয়। "