গোসাবা : চার কেন্দ্রের উপ নির্বাচনের (BY Election 2021) ফলে এখনও পর্যন্ত তেমন কোনও দাগ কাটতে পারেনি বিজেপি (BJP)। চার কেন্দ্রেই সকাল থেকে এগিয়ে ছিল তৃণমূল (TMC)। ইতিমধ্যেই গোসাবা (Gosaba) কেন্দ্রের ফল প্রকাশিত হয়েছে। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল (Subrata Mondal)। ভোটের ব্য়বধানে কার্যত চমক দিয়েছেন তিনি। দেড় লক্ষের বেশি ভোটের ব্য়বধানে জয়ী হয়েছেন সুব্রত। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।
প্রথম থেকেই লক্ষাধিক ভোটে জয়ী হওয়ার কথা বলে আসছিল তৃণমূল। তবে ভোটের ব্য়বধান যে এত বেশি হবে, তা হয়ত প্রত্যাশা করেনি ঘাসফুল শিবিরও। চার কেন্দ্রেই ভালো ফল করছে তৃণমূল। তবে এই উপ নির্বাচনে কার্যত নায়ক হয়ে উঠেছেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। এলাকায় উচ্ছ্বাসের ছবি চোখে পড়ছে। মূলত সুন্দরবন এলাকার একাংশ এই কেন্দ্রের অন্তর্গত। সাম্প্রতিককালে ঝড়-বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে এলাকার মানুয। তাই বিধায়ককে ঘিরে তাঁদের অনেক প্রত্যাশা। সুব্রত মণ্ডল এই অঞ্চলেরই বাসিন্দা। তাই তাঁকে ভরসা করেছেন বাসিন্দারা।
জয় ঘোষণা হওয়ার পর সুব্রত মণ্ডল Tv9 বাংলার মুখোমুখি হয়ে জানান, বিধায়ক হয়ে সবার আগে নদী বাঁধকেই গুরুত্ব দেবেন তিনি। পাশাপাশি, সুন্দরবনের পর্যটনকেও গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক কাজের জয়। মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তারই প্রমাণ।’
১৫ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫১ হাজার ৪৫২। আর দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পলাশ রানার মোট প্রাপ্ত ভোট ১৮ হাজার ১৩৪। আর বাম প্রার্থী পেয়েছেন ৩ হাজারের কিছু বেশি ভোট।
গোসাবায় একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছিলেন জয়ন্ত নস্কর। জয়ীও হন নির্বাচনে। কিন্তু করোনা আক্রান্ত হয়ে এই প্রবীণ নেতার মৃত্য়ু হয়। পরে এই কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে কপালে ভাঁজ পড়েছিল ঘাসফুল শিবিরের। এরপর ভবানীপুরে উপনির্বাচনের ফল ঘোষণার দিন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান গোসাবার প্রার্থী কাকে করা হবে তা পরেই জানানো হবে। তারপরের দিনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, গোসাবার প্রার্থী হতে চলেছেন সুব্রত মণ্ডল। অন্যদিকে, বিজেপির তরফে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন পলাশ রানার।
তফশিলি জাতির জন্য সংরক্ষিত এই বিধানসভা কেন্দ্রে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ন্ত নস্কর জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৯০,৭১৬। দ্বিতীয় স্থানে ছিলেন আরএসপি প্রার্থী উত্তমকুমার সাহা। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৭১,০৪৫। ১৯,৬৮১ ভোটে জয়ী হয়েছিলেন জয়ন্ত।
আরও পড়ুন : ‘সব কাজেই ডাকতাম, সম্মানও দিতাম’, তবে দলছাড়ার কারণ কী? রাজীব প্রসঙ্গে কী বললেন দিলীপ?
আরএসপির শক্ত ঘাটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে আরএসপি প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল গোসাবা (তফসিলি জাতি) কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের জয়ন্ত নস্করকে পরাজিত করেছিলেন। ১৯৭৭ থেকে ২০০১ সাল পর্যন্ত আরএসপির গণেশ মণ্ডল এই আসনে জয়ী হয়েছিলেন।
আরও পড়ুন : শোভনদেব থেকে উদয়ন, চার কেন্দ্রেই বাকিদের পিছনে ফেলে ছুটছেন ঘাসফুল প্রার্থীরা