Canning: স্বামী বাইরে, প্রেমিকের সঙ্গে লজে গিয়ে আর বাড়ি ফেরা হল না মহিলার, কাণ্ড দেখে হতবাক পুলিশ

Abhigyan Naskar | Edited By: জয়দীপ দাস

Nov 10, 2024 | 10:37 AM

Canning: মৃত মহিলার বাড়ি ক্যানিংয়ের দাঁড়িয়া পঞ্চায়েতে। স্বামী কর্মসূত্রে থাকেন আন্দামানে। স্থানীয় সূত্রে খবর, এলাকারই এক যুবকের সঙ্গে বছর তিনেক ধরে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

Canning: স্বামী বাইরে, প্রেমিকের সঙ্গে লজে গিয়ে আর বাড়ি ফেরা হল না মহিলার, কাণ্ড দেখে হতবাক পুলিশ
ব্যাপক উত্তেজনা এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

ক্যানিং: দীর্ঘদিন থেকে স্বামী বাইরে। এলাকার লোকজন বলছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকারই এক যুবকের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন গৃহবধূ। প্রেমিকের সঙ্গে গিয়েছিলেন লজে। সেখানেই অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে গেলেও হল না শেষ রক্ষা। শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন। কিন্তু, মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খোঁজ পাওয়া যাচ্ছে না প্রেমিকের। প্রশ্নের মুখে লজের ভূমিকাও। 

মৃত মহিলার বাড়ি ক্যানিংয়ের দাঁড়িয়া পঞ্চায়েতে। স্বামী কর্মসূত্রে থাকেন আন্দামানে। স্থানীয় সূত্রে খবর, এলাকারই এক যুবকের সঙ্গে বছর তিনেক ধরে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। শুক্রবার তাঁর সঙ্গেই ক্যানিংয়ের একটি আবাসিক লজে ওঠেন। এদিকে বাড়িতে বলেছিলেন বিডিও অফিসের কাজে যাচ্ছেন। 

সূত্রের খবর, লজে থাকাকালীন সময়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। তাঁর সঙ্গীই তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু, অবস্থা খারাপ দেখে সেখান থেকে পালিয়ে যান। পরে এলাকার লোকজন মহিলাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। শোরগোল পড়ে যায় ক্যানিং বাজার এলাকায়। খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পরে লজে তদন্তের কারণে আসেন ক্যানিংয়ের এসডিপিও রাম কুমার মণ্ডল ও ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। খোঁজ চলছে সঙ্গীর। 

Next Article