Skeleton Recover: পানা পুকুর পরিষ্কারের সময় উদ্ধার মানব কঙ্কাল

Satyajit Mondal | Edited By: অংশুমান গোস্বামী

Oct 22, 2023 | 5:11 PM

পানা পুকুর থেকে বস্তাবন্দি মানব কঙ্কাল উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর থানা এলাকায়। পুজোর দিনে কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকাবাসী হতবাক। তবে এই কঙ্কাল কার, কোথা থেকে এল সে ব্যাপার কিছুই জানা যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনারও তদন্ত শুরু হয়েছে।

Skeleton Recover: পানা পুকুর পরিষ্কারের সময় উদ্ধার মানব কঙ্কাল
উদ্ধার হওয়া কঙ্কাল
Image Credit source: TV9 Bangla

Follow Us

নরেন্দ্রপুর: রাস্তার ধারে রয়েছে পানা পুকুর। সেই পানা পুকুর পরিষ্কারের কাজ চলছিল রবিবার। সে সময়ই পুকুর থেকে একটি বস্তা উদ্ধার হয়। বস্তা খুলতেই মাথায় হাত। দেখা যায় বস্তার মধ্যে রয়েছে মানব কঙ্কাল। তা দেখে যাঁরা পুকুর পরিষ্কারের কাজ চলছিলেন, তাঁরা বস্তা সেখানেই ফেলে দেন। খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দারা এসে ভিড় জমান। খবর পেয়ে আসে পুলিশও। পুলিশ এসে বস্তাবন্দি মানব কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়। রবিবার কঙ্কাল উদ্ধার হয়েছথে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ২ নম্বর পঞ্চায়েতের দাসপাড়ায়।

পানা পুকুর থেকে বস্তাবন্দি মানব কঙ্কাল উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর থানা এলাকায়। পুজোর দিনে কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকাবাসী হতবাক। তবে এই কঙ্কাল কার, কোথা থেকে এল সে ব্যাপার কিছুই জানা যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনারও তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি কেউ নিখোঁজ ছিলেন কি না, সে বিষয়টিও খোঁজ নিয়ে দেখছে পুলিশ।

গত সপ্তাহেই পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার তনুয়া এলাকায় উদ্ধার হয়েছিল মানব কঙ্কাল। রাস্তার ধারে ঝোঁপে কঙ্কাল উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল ওই এলাকায়। তনুয়া বাঁধ এলাকায় প্রবল দুর্গন্ধ ছড়াচ্ছিল। কী থেকে দুর্গন্ধ তা খুঁজতে গিয়েই কঙ্কাল সামনে আসে। কঙ্কালের পাশ থেকে মানি ব্যাগ, জুতোও উদ্ধার হয়েছিল।

Next Article