কলকাতা: মহাষ্টমীর সকালটা প্রেমিকেের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছিলেন। সেই মতো নতুন পোশাক পরে সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন প্রেমিকের সঙ্গে। প্রেমিক বাইক চড়িয়ে তাঁকে নিয়ে যাচ্ছিল ঠাকুর দেখাতে। কিন্তু ঠাকুর দেখা আর হল না। দুরন্ত গতির জেরে ওই যুগলের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। এর জেরেই মৃত্যু হয়েছে প্রেমিকার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিক। রবিবার সকালে কামালগাজি ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত প্রেমিকার নাম রেশমি খাতুন। তিনি ফরতাবাদের বাসিন্দা। পুজোর দিনে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
ফরতাবাদের বাসিন্দা রেশমি খাতুন প্রেমিকের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন মহাষ্টমীর সকালে। কিন্তু কামালগাজি ফ্লাইওভারে সেই বাইক ধাক্কা মারে ডিভাইডারে। এর জেরে ফ্লাইওভারেই ছিটকে পড়েন প্রেমিক-প্রেমিকা। গুরুতরু আহত অবস্থায় যুগলকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। সেখানেই প্রেমিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রেমিক অর্থাৎ বাইকচালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর দেখা যায় ডিভাইডারের গায়ে রক্ত লেগে রয়েছে। পরে পুলিশের তরফে তা পরিষ্কার করানো হয়। দুর্ঘটনাস্থলেই পড়েছিল রয়েছে জুতো, হেডফোন, হেলমেট এমনকি গাড়ির নাম্বার প্লেটও৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইকের নানান সামগ্রী উদ্ধার করে ৷ উদ্ধার করা হয় জুতো, হেডফোন, গাড়ির নাম্বার প্লেট, রক্তমাখা ওড়না ৷ এই দুর্ঘটনার পর ফ্লাইওভারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, ফ্লাইওভারে অনেকে রেসও করেন। লাগামহীন গতির জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।