দক্ষিণ ২৪ পরগনা: উৎসবের মধ্যে বেপরোয়া গতির বলি দুই। মহাষ্টমীর বিকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার শেরপুর এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। জখম ও মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অষ্টমীর বিকালে তিন বন্ধু বাইকে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বাইকে তাঁরা উস্তির শেরপুর থেকে মগরাহাটের ধামুয়ার দিকে যাচ্ছিল। আচমকা উল্টো দিক থেকে আসা একটি মেটাডোরকে পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক।
বাইকটি রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে৷ রাস্তার উপরেই ছিটকে পড়েন তিন জন। কারোর মাথায় হেলমেট ছিল না। ফলে তিন জনেরই মাথায় গুরুতর চোট লাগে। আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় দুই যুবকের। আশঙ্কাজনক অবস্থায় আরেক যাত্রীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, তিনই মদ্যপ ছিলেন। আর সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে পুলিশ জানাচ্ছে।