বাসন্তী: জমি বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই। কাকা-ভাইপোর ঝামেলা। তবে এর জেরে এমন ঘটনা ঘটবে কেউ হয়ত ঠাউর করতে পারেনি। ভাইপোকে লোহার রড দিয়ে পেটানোর পর গলা ছুরি চালিয়ে দিল কাকা। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঘটনা।
জানা গিয়েছে মৃতের নাম নবকুমার নস্কর (৪০)। অভিযোগ, জমি বিবাদের জন্য ভাইপো সুবীর নস্করদের সঙ্গে ঝামেলা দীর্ঘদিনের। স্থানীয় সূত্রে খবর, নবকুমার পেশায় ছুতোর মিস্ত্রি। বুধবার কাকার সঙ্গে ভাইপোর ঝামেলা বাধে। অভিযোগ, সেই সময় কাকা আচমকাই লোহার শাবল দিয়ে আঘাত করে সুবীরকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুবীর। তবে সেই ঘটনার পর কাকা সেখান থেকে চলে যান। নিজের বাড়িতে গিয়ে ছুরি চালিয়ে দেন নিজের গলায়।
এরপর স্থানীয় বাসিন্দারা দু’জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কাকাকে মৃত বলে ঘোষণা করে দেয় চিকিৎসকরা। সেই সঙ্গে ভাইপোর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। কাকার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত ও শুরু করেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মৃতের স্ত্রী বলেন, “জমি নিয়ে ভাই-ভাইয়ের গণ্ডগোল। তারপর মারামারি করতে করতে একে-একে অন্যের সঙ্গে মারধর। আমি তখন রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলাম। আচমকা দেখি আমার স্বামী এসে রান্না ঘর থেকে ছুরি চালিয়ে দিল গলায়।”