ভাঙড়: মাস দুই আগে কাজে এসেছিল নাবালিকা পরিচারিকা। নিত্যদিনের মতো কাজ করছিল সে। হঠাৎ ঘরের মধ্যেই প্রবেশ গৃহকর্তার। আর তারপরই সেই ভয়ানক ঘটনা।
ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সেখানেই নাবালিকা পরিচারিকাকে গণধর্ষণের করার অভিযোগ গৃহকর্তা ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা নিজের বাড়ির কাজের জন্য এক নাবালিকাকে মাস দুই আগে বাড়িতে নিয়ে আসেন। তারপর বাড়ির সদস্যদের অবর্তমানে ধর্ষণ করেন। অভিযোগ, এমনকী এলাকার তিন কিশোরকে দিয়েও ওই নাবালিকাকে ধর্ষণ করানো হয়। তারপর তা দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখেন ওই অভিযুক্ত।
এমনকী, নাবালিকার যৌনঅঙ্গে হাত দেওয়া হয় পাশাপাশি লাগাতার যৌন নির্যাতন করত বলেও জানা যাচ্ছে। যে তিনজনকে দিয়ে ওই অভিযুক্ত ধর্ষণ করিয়েছিল তাদের মধ্যে দুইজন নাবালক এবং একজন সবে আঠারো বছরে পা দিয়েছে। নির্যাতিতা পুলিশকে জোড় করে বাড়িতে আটকে রাখা, মারধর করা এমনকী ধর্ষণ করার কথাও জানিয়েছে।
পাশাপাশি সে আরও জানায়, গৃহকর্তার ভয়ে বেশ কিছুদিন চুপ ছিল সে। পরে বাড়ির পাশের এক মহিলাকে বিস্তারিত জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপর কাশিপুর থানায় খবর দিলে শনিবার রাতে অভিযুক্তও তার সাগরেদের আটক করে কাশিপুর থানার পুলিশ। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে নির্যাতিতা নাবালিকা বলেন, ‘আমার সঙ্গে ওরা খারাপ ঘটনা ঘটিয়েছে। আমার সঙ্গে জোর করে এই সব নোংরা কাজ করেছে। ওরা সঙ্গে চারজন ছিলেন। ঘরের মালিক সহ চারজন এই কাজ করেছে। আমি ওদের বাড়িতে সব কাজ করতাম। ঘরমোছা, বাসনমাজা। ওরা রোজ মারধর করত।আমি যখন পালাতে যাই তখন আমায় আটকে রেখে দিত।’