ক্যানিং: দীর্ঘ দু’বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রী-র। তা জানতে পারার পরই প্রতিবাদ করেন স্বামী। এরপরই অভিমানে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী। এরপর মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হতেই ভয়ঙ্কর কাণ্ড। ধারল অস্ত্র দিয়ে স্বামীকে খুনের চেষ্টা। তবে কে বা কারা এই কাজ করেছে তা জানতে পারা যায়নি। মঙ্গলবার ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের শিবনগর গ্রামের ঘটনা। সেখানে মোবারক সর্দারকে খুন করার চেষ্টা করা হয়। স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার পুলিশ। তবে কী ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ।
আক্রান্ত মোবারকের দাবি, গত দু’বছর ধরে স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্ক লিপ্ত এমনই অভিযোগ মোবারকের। মোবারক তা জানতে পেরে তাঁরই প্রতিবাদ করেছিলেন। এরপর গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হওয়ার পরে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। অন্তত তেমনটাই দাবি।
এরপর গতকাল দুপুরে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করা হয়। কিন্তু কে করেছে সঠিক বলতে পারেনি এমনই জানায় মোবারকের। তবে ইতিমধ্যে মোবারককে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেই ঘটনার তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ।
আহত মোবারক হাসপাতালের বেডে শুয়ে জানান, “অনেকদিন ধরেই সন্দেহ ছিল। ওর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। আমি মানা করলেও শুনত না। এই নিয়ে অশান্তি চলছিল। গতকাল বাপের বাড়ি চলে যায়। তারপর আমি বেলার দিকে বের হতেই কেউ ধারাল ছুরি নিয়ে আমারা উপর হামলা করে।”