Joynagar Bombing: খেলার মাঠে প্যান্ডেল করা নিয়ে বচসা, গ্রাম দেখল ভয়ঙ্কর পরিণতি, বোমাবাজিতে রক্তাক্ত ৭

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 11, 2023 | 1:55 PM

Joynagar Bombing: পুলিশ ঘটনাস্থল থেকে ১২ টা ক্যাসেট বোমা উদ্ধার করেছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো চাপা উত্তেজনা আছে।

Joynagar Bombing: খেলার মাঠে প্যান্ডেল করা নিয়ে বচসা, গ্রাম দেখল ভয়ঙ্কর পরিণতি, বোমাবাজিতে রক্তাক্ত ৭
জয়নগরে বেপরোয়া বোমাবাজি

Follow Us

জয়নগর: খেলার মাঠে প্যান্ডেল করা নিয়ে বচসা। আর তা থেকে বোমাবাজি। ধুন্ধুমারকাণ্ড জয়নগরে। বেপরোয়া বোমাবাজিতে আহত হয়েছেন সাত জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর -গাজি পাড়া এলাকায়। ঘটনাকে গিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  জয়নগরের আলিপুর-গাজি খেলার মাঠে ম্যাচ রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। বল খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গাজি পাড়ার মাঠে খেলার প্যান্ডেল করাকে ঘিরেই এই গন্ডগোলের সূত্রপাত। বুধবার সকালে হঠাৎ এলাকায় কয়েকজন দুষ্কৃতী এসে অনবরত বোমাবাজি করতে থাকেন বলে অভিযোগ। বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলের যায় জয়নগর থানার বিশাল বাহিনী। আহতদের মধ্যে ৭ জনকে চিকিৎসার জন্য জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ টা ক্যাসেট বোমা উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা আছে। ঘটনাস্থল থেকে জয়নগর থানার পুলিশ দু’জনকে আটক করেছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মাঠের জমি নিয়ে বচসার জেরেই এই ঘটনা। তার জেরেই দুপক্ষের বচসা। তবে গ্রামবাসীরাই বলছেন, তাঁরা কেউই ভাবতেও পারেননি এই ঘটনায় অতর্কিতে কেউ বোমাবাজি করবে কেউ। গ্রামের এক বাসিন্দা বলেন, “গ্রামের এমন ঘটনা খেলার মাঠ নিয়ে হবে, কখনও ভাবিনি। সকালে আচমকাই কয়েকজন এসে ব্যাপক বোমাবাজি করতে থাকে। বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। “

Next Article