Baruipur Death: ফোন করে ডেকেছিলেন শাশুড়ি, পরে শ্যালকের ঘরে জামাইকে অদ্ভুত অবস্থায় দেখলেন প্রতিবেশীরা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 10, 2023 | 7:36 PM

Baruipur: মঙ্গলবার ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে জল্পনা বেড়েছে। ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।

Baruipur Death: ফোন করে ডেকেছিলেন শাশুড়ি, পরে শ্যালকের ঘরে জামাইকে অদ্ভুত অবস্থায় দেখলেন প্রতিবেশীরা
বারুইপুরে খুন (নিজস্ব চিত্র)

Follow Us

বারুইপুর: শাশুড়ি ডেকে নিয়ে গিয়েছিলেন জামাইকে। সেই ডাকে সাড়া দিয়ে জামাইও গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। তবে এমন পরিণতি হবে কে ভেবেছিল। জামাইবাবুকে বাঁশ দিয়ে বেধড়ক মেরে খুনের অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে। গোটা ঘটনায় গ্রেফতার শ্যালক সহ তিনজন।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। সেখানেই শ্যালকের ঘর থেকে উদ্ধার জামাইবাবুর দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম তৈমুর মোল্লা (৫৪)। তাঁর বাড়ি বারুইপুর থানার বিন্দাখালি গ্রাম পঞ্চায়েতের হিমচি গ্রামে।

মঙ্গলবার ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে জল্পনা বেড়েছে। ইতিমধ্যেই বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। পাশাপাশি শ্যালক সহ তিনজনকে আটক করা হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়িতে মারধর করায় মৃত্যু হয়েছে তাঁরI

মৃতের পরিবারের এক আত্মীয় বলেন, “ওকে ওর শাশুড়ি ফোন করে বাড়িতে ডাকে। সেই মতো বাড়িতেও যায় ও। এরপর বাঁশ দিয়ে ওর শ্যালক ওকে মারধর করে। সেই মারের আঘাতেই মৃত্যু হয়। ওদের বাড়ি থেকে ফোন করে আমাদের জানায় আচমকা অসুস্থ হয়ে পড়ার জন্য ওকে হাসপাতালে নিয়ে গিয়েছে। তবে আমারা বুঝতে পারছি ওরাই ওকে খুন করে হাসপাতালে নিয়ে গিয়েছে।” মৃতের পরিবারের আরও এক আত্মীয় বলেন, “ওরা যখন ডাকাডাকি করে তখন আমাদের জানায় যে ওকে হাসপাতালে নিয়ে গিয়েছে। কিন্তু তার আগেই মৃত্যু হয়েছে ওরে। ওর  শ্বশুরবাড়ির লোকজন ওকে বাঁশপেটা করে মেরে ফেলেছ। “

Next Article