কুলতলি: অশান্তির খবর আসছে জয়নগর লোকসভা কেন্দ্র থেকেও। সেখানে কুলতলীর মরীগঞ্জে ব্যাপক গন্ডগোল। বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। ব্যাপক মারধরের অভিযোগ। ইভিএম জলে ছুড়ে ফেলে দিলেন গ্রামবাসী। কাঠগড়ায় তৃণমূল। যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পক্ষের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বিজেপির দাবি, সকাল থেকেই বিজেপি কর্মীদের একাংশের দাবি তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এমন মারধর করা হয়েছে তিনি আর উঠতে পারছেন না। পুলিশ এসে কিছুই করতে পারছে না। তারা শান্তিপূর্ণ ভোটের কথা বললেও কিছুই করতে পারছেন না।
এরপরই দেখা গেল ইভিএম মেশিন ছুড়ে ফেলে দেন জলে। আহত বিজেপি কর্মীর মা বলেন, “আমার ছেলে এবারের বিজেপির এজেন্ট। বুথে বসতে গিয়েছে। সেই সময় ছেলেকে মারধর করে ছেড়ে দিয়েছে। দশ বারো জন মিলে মেরেছে।”