জয়নগর: গত ১৪ অগস্ট রাত দখলের দিনও একাংশ মহিলাদের হেনস্থার অভিযোগ উঠেছিল। বুধবারও সেই একই অভিযোগ উঠল। শহর শহরতলি জুড়ে যখন রাত দখল চলছে, তখন রাতভর এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছুটে বেড়ালেন শারীরিক নিগ্রহের শিকার এক মহিলা। জয়নগর ২ নম্বর ব্লকের অন্তর্গত বকুলতলা থানা এলাকার ঘটনা।
জানা গিয়েছে, বছর পঞ্চাশের ওই মহিলাকে রাত্রিবেলা এলাকারই বছর বত্রিশের এক যুবক শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ ওঠে। বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় তিনি স্থানীয় এক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে শারীরিক পরীক্ষার নামে দীর্ঘক্ষণ রাখা হয় মহিলাকে। অনেক রাতে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
এ দিকে, খবর পেয়ে এলাকার লোকজন থানায় জড়ো হন। পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ,এফ আই আর করতে গড়িমসি করে পুলিশ। পরে অনেক রাতে অভিযোগ নেওয়া হয়েছে। স্থানীয় যুবক বলেন, “উনি ব্যাঙ্কে গিয়েছিলেন টাকা তুলতে। কিছুটা জায়গা অন্ধকারের মতো। কয়েকজন দুষ্কৃতী জ্যেঠিমাকে ফলো করে। উনি যখন প্রতিবাদ করেন সেই সময় শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়। এই নিয়ে আমরা গ্রামবাসীরা আতঙ্কিত। থানা প্রথমে অস্বীকার করে। তারপর দলগত ভাবে গ্রামবাসী যখন যাই তখন থানা অভিযোগ নেয়।”