Bombs recovered : ফাঁকা মাঠে পড়ে প্লাস্টিকের ড্রাম, চোখ পড়তেই ভয়ে আঁতকে উঠলেন গ্রামবাসীরা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Mar 03, 2023 | 12:51 AM

Bombs recovered : বর্তমানে বোমাগুলি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শুক্রবার বোম স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে বলে জানা যাচ্ছে।

Bombs recovered : ফাঁকা মাঠে পড়ে প্লাস্টিকের ড্রাম, চোখ পড়তেই ভয়ে আঁতকে উঠলেন গ্রামবাসীরা
বোমা উদ্ধার

Follow Us

ভগবানপুর : সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। ইতিমধ্যেই নির্বাচনী আবহে তপ্ত হতে শুরু করেছে বাংলার মাটি। রাজ্যের নানা প্রান্ত থেকে আসা শাসকদলের গোষ্ঠীকোন্দলের খবরে অস্বস্তি বেড়েছে শাসকদলের। এরইমধ্যে আবারও সুন্দরবন পুলিশ জেলায় প্রচুর তাজা বোমা উদ্ধার (Bombs Recovered) করল পুলিশ। এদিন সন্ধে নাগাদ ঢোলাহাট থানার আবাদভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভগবানপুরের কাছে ফাঁকা মাঠে প্লাস্টিকের ড্রাম ভর্তি অবস্থায় বোমাগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে ১৮টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। 

বর্তমানে বোমাগুলি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শুক্রবার বোম স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে বলে জানা যাচ্ছে। তবে কে বা কারা এই বোমাগুলি মজুত করেছিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর পিছনে কাদের হাত রয়েছে তা খুঁজে দেখছে পুলিশ। এ ঘটনায় স্বভাবতই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। উল্লেখ্য, গত দু’ মাস আগে পাশের কুলপির ছামনাবুনি গ্রাম থেকে দু’ দফায় ৫০টির বেশি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বোমা উদ্ধার ঘিরে চাপানউতর শুরু হয়েছে। 

এ ঘটনায় শাসক তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি শ্যামাপ্রসাদ হালদার বলেন, “শুধু কুলপি বা পাশের এলাকা নয়, পশ্চিমবঙ্গের সর্বত্রই বোমা একটা শিল্পের পর্যায়ে চলে গিয়েছে। প্রত্যেক ছোট-বড় তৃণমূল নেতা ভয় দেখানোর রাজনীতি করতে গিয়ে গোটা রাজ্যকে আদপে একটা বারুদের স্তূপের মধ্যে নিয়ে গিয়ে ফেলছে।” তৃণমূলের তরফে সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার বলেন, “এটা দুষ্কৃতীদের কাজ। এলাকায় কোনও কোনও অবৈধ কাজ করলে, বেআইনি কাজ করলে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পুলিশ ঠিক করে কাজ করছে বলেই আজ এলাকায় সুশাসন রয়েছে। পুলিশ ধারাবাহিক তল্লাশি অভিযান তল্লাশি চালাচ্ছে চালাচ্ছে বলেই দুষ্কৃতীরা আজ এই সমস্ত বোমা ভয়ে বাইরে ফেলে দিয়ে যাচ্ছে।” 

Next Article