ভাঙড়: রাজ্য রাজনীতিতে সাম্প্রতিক অতীতে একাধিক কারণে উঠে এসেছে ভাঙড়ের নাম। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরেও রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়। মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে, গুলির ছুটেছে। এর জেরে প্রাণহানির ঘটনাও ঘটেছে। হিংসার কারণে যে ভাঙড়ের নাম বার বার উঠে এসেছে গত কয়েক দিনে। সেখানেই এ বার দেখা গেল রাজনৈতিক সৌজন্যের চিত্র। দেওয়াল লিখনে তৃণমূল প্রার্থীর নাম ভুল লেখা রয়েছে। তা দেখতে পেয়ে ঠিক করে দিলেন সিপিএম কর্মীরা। তা জানতে পেরে বামেদের ধন্যবাদ জানালেন তৃণমূল প্রার্থী। সেই সঙ্গে ভোট দেওয়ার আবেদনও জানিয়েছেন।
ভাঙড়ের দোর্দন্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলাম। তাঁর ছেলে হাকিমুল ইসলাম প্রার্থী হয়েছেন পঞ্চায়েত নির্বাচনে। বামনঘাটা অঞ্চলের একটি দেওয়ালে হাকিমুলের বদলে লেখা ছিল হাকমুল। দেওয়াল লিখনে বেরিয়ে তা দেখতে পান সিপিএম কর্মীরা। তা দেখেই দেওয়ালে লেখা হাকমুলকে হাকিমুল করেন বামকর্মীরা। হিংসায় তপ্ত বাংলায় এই রাজনৈতিক সৌজন্য বিরল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ বিষয়ে স্থানীয় সিপিএম নেতা দীপাঞ্জন নস্কর বলেছেন, “আমরা বরাবরই সৌজন্যের রাজনীতির কথা বলি। রাজনীতিতে শিষ্টাচারের পক্ষে আমরা। দেওয়ালে তৃণমূল প্রার্থীর ভুল নাম দেখে তাই আমাদের কর্মীরা ঠিক করে দিয়েছেন। আমরা ভাঙড়ে শান্তির পরিবেশ ফেরাতে চাই।” নামের বানান ঠিক করে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন হাকিমুল ইসলাম। তিনি বলেছেন, “যে ভাঙড়ে সৌজন্যতা থাকবে সেটাই আমরা বরাবর বলতে চেয়েছি। এই কাজের জন্য আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ওরা আমাদের পাশে থাকবেন।”