WB Panchayat Election: ‘আমাকে সুপারি কিলার দিয়ে খুনের চক্রান্ত করা হচ্ছে’, বিস্ফোরক অভিযোগ নওশাদের

Satyajit Mondal | Edited By: অংশুমান গোস্বামী

Jul 03, 2023 | 11:44 AM

রবিবার বিকালে ভাঙড়ের শোনপুর বাজারে নির্বাচনী প্রচার সভা করেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, তুষার ঘোষ সহ একাধিক সিপিআইএম ও আইএসএফ নেতৃত্ব।

WB Panchayat Election: ‘আমাকে সুপারি কিলার দিয়ে খুনের চক্রান্ত করা হচ্ছে’, বিস্ফোরক অভিযোগ নওশাদের
নওশাদ সিদ্দিকি

Follow Us

ভাঙড়: রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস পেরে উঠছে না। সে জন্যই তাঁকে খুনের চক্রান্ত করছে। রবিবার এ ভাঙড়ে এসে এ রকমই বিস্ফোরক অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। রবিবার বিকালে ভাঙড়ের শোনপুর বাজারে নির্বাচনী প্রচার সভা করেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, তুষার ঘোষ সহ একাধিক সিপিআইএম ও আইএসএফ নেতৃত্ব। সভা শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেছেন নওশাদ।

খুনের চক্রান্তের প্রসঙ্গে নওশাদ সিদ্দিকি বলেছেন, “তৃণমূল আমার সঙ্গে রাজনৈতিক ভাবে পেরে উঠছে না। তাই অনৈতিক পথ অবলম্বন করেছে। আমাকে টার্গেট করে নিয়েছে। সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা চলছে। তবে দিনের শেষে গণতন্ত্রের জয় হবে। সংবিধানের জয় হবে।”

শোনপুর বাজারের সভা শেষ করে নওশাদ ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় আহত আইএফএফ কর্মী বাহাউদ্দিনের বাড়িতে যান। বাহাউদ্দিন ১৫ জুন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন। পরে একই এলাকায় মতিউর রহমান মোল্লার বাড়িতে যান বিধায়ক। মতিউরের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।

নওশাদের বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল নেতা হাকিমুল ইসলাম বলেছেন, “তৃণমূল খুনের রাজনীতি করে না। নওশাদ সিদ্দিকির মতো জঘন্য রাজনীতি তৃণমূল করে না। তাঁর জন্য ভাঙড়ের মাটিতে তিন জনের প্রাণ গেল। তৃণমূল খুনের রাজনীতি করেনি, করবেও না।”

Next Article