CM Mamata Banerjee: বাড়িতে প্রচুর জয়নগরের মোয়া এলেও খান না মমতা, নিজেই জানালেন কারণ

Jan 09, 2024 | 6:50 PM

CM Mamata Banerjee: এ দিন, সভামঞ্চ থেকেই 'দিদি'কে বলতে শোনা যায় তিনি বেশি খাবার খান না। বেশি খেলে যদি মোটা হয়ে যান! বলেন, "জয়নগরের বিধায়ক আমায় প্রচুর মোয়া দেয়। আমি খেলে সেগুলো মোটা হয়ে যাব। তাই বিলিয়ে দিই।" তবে শুধু মোয়া নয়, এও বলেন, "বিভাস আমায় অনেক ফল পাঠায়। ওরা ভাবে সব আমি খাই। কিন্তু নাহ আমি খাই না।"

CM Mamata Banerjee: বাড়িতে প্রচুর জয়নগরের মোয়া এলেও খান না মমতা, নিজেই জানালেন কারণ
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

জয়নগর: মোয়ার জন্য জয়নগর বিখ্যাত সে কথা কারোর অজানা নয়। সোমবার সেখানেই প্রশাসনিক সভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে জয়নগরের মোয়ার প্রশংসা করার পাশাপাশি সেখানে হাব তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এও জানান, তাঁকে এখানকার এক বিধায়ক প্রচুর মোয়া পাঠালেও তা তিনি খান না। কেন জানেন?

এ দিন, সভামঞ্চ থেকেই ‘দিদি’কে বলতে শোনা যায় তিনি বেশি খাবার খান না। বেশি খেলে যদি মোটা হয়ে যান। বলেন, “জয়নগরের বিধায়ক আমায় প্রচুর মোয়া দেয়। আমি সেগুলো খেলে মোটা হয়ে যাব। তাই বিলিয়ে দিই।” তবে শুধু মোয়া নয়, এও বলেন, “বিভাস আমায় অনেক ফল পাঠায়। ওরা ভাবে সব আমি খাই। কিন্তু নাহ আমি খাই না।”

সারাদিন তিনি কী খাবার খান সে কথাও হাসিমুখেই সকলের সঙ্গে ভাগ করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে খাবারের সঙ্গে একটু চা পান করেন। আর রাতে খাবার খান অল্প বিস্তর। তিনি নিজেই বলেছেন, “দিদি এত খায় না। এটা আমার অনেক দিনেরই অভ্যাস।”