Child Missing: ৬ দিন ধরে নিখোঁজ, শনিবার সকালে বাড়ির কাছেই উদ্ধার ধনঞ্জয়ের দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

Shuvendu Halder | Edited By: জয়দীপ দাস

Feb 01, 2025 | 12:49 PM

Child Missing: খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়দিঘি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ বোঝা যাবে বলে মনে করছে পুলিশ।

Child Missing: ৬ দিন ধরে নিখোঁজ, শনিবার সকালে বাড়ির কাছেই উদ্ধার ধনঞ্জয়ের দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
শোকের ছায়া এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: গত মঙ্গলবার থেকে নিখোঁজ। রবিবার সকালে বাড়ির পাশ থেকে উদ্ধার হল দশ বছরের শিশুর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানার ২৩ নম্বর লাট এলাকায়। মৃত শিশুর নাম ধনঞ্জয় দত্ত। পরিবার সূত্রে জানা যাচ্ছে, গত মঙ্গলবার বাড়ির বাইরে খেলতে গিয়েছিল ধনঞ্জয়। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করলেও কোন খোঁজ মেলেনি। বাড়তে থাকে উদ্বেগ। এরইমধ্যে যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। মিসিং ডায়েরিও হয়। 

ছেলের খোঁজে আশপাশের এলাকায় হ্যান্ডবিলও ছাড়ায় পরিবারের লোকজন। দেওয়া হয় পোস্টার। কিন্তু, তারপরেও কেউ কোনও খোঁজ দিতে পারেনি। এরইমধ্যে এদিন সকালে শিশুটির বাড়ির পাশে থাকা একটি তার দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। তাঁরা ছেলের দেহ শনাক্ত করেন। এলাকায় চাপানউতোর তৈরি হতেই খবর যায় পুলিশে। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়দিঘি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ বোঝা যাবে বলে মনে করছে পুলিশ। শোকের ছায়া পরিবারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খেলতে খেলতেই পুকুরে পড়ে গিয়েছিল ওই শিশু। সেখানেই জলে ডুবে মৃত্যু। পরিবার সূত্রে খবর, ছোট থেকেই ছেলেটির মানিসক সমস্যা ছিল। চিকিৎসাও চলছিল।