Narendrapur: গণনা শেষেই আক্রান্ত অনিবার্ণের পোলিং এজেন্ট

Satyajit Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 05, 2024 | 2:37 PM

Narendrapur: যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  আক্রান্ত সমীর ও তাঁর স্ত্রীর দাবি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আচমকা তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে ৷ হামলার সময়ে সবাই ভয়ে ভিতরের দিকে একটি ঘরে লুকিয়ে ছিলেন বলে তাঁরা রক্ষা পেয়েছেন।  যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Narendrapur:  গণনা শেষেই আক্রান্ত অনিবার্ণের পোলিং এজেন্ট
নরেন্দ্রপুরে আক্রান্ত বিজেপি এজেন্ট

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা:  বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ৷ ঘটনাটি ঘটেছে খেয়াদহের ক্ষুদিরাবাদ এলাকায় ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ আতঙ্কে বাড়িছাড়া পোলিং এজেন্ট ৷

খেয়াদহের বাসিন্দা সমীর মিস্ত্রি ৷ লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পোলিং এজেন্ট ছিলেন ৷ অভিযোগ, মঙ্গলবার  ফলাফল ঘোষণা হাওয়ার পরেই তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ তাঁর স্ত্রী ও মাকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ ৷ অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে ৷

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  আক্রান্ত সমীর ও তাঁর স্ত্রীর দাবি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আচমকা তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে ৷ হামলার সময়ে সবাই ভয়ে ভিতরের দিকে একটি ঘরে লুকিয়ে ছিলেন বলে তাঁরা রক্ষা পেয়েছেন।  যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গণনার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। সব ক্ষেত্রে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা। ক্যানিং, বারুইপুর, মধ্যমগ্রামে একের পর এক বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

Next Article