Kultali: ‘ও কথা বলতে পারে না গোঙাচ্ছিল…’, কালীপুজোর দিন নির্জন বাড়িতে মহিলাকে নিয়ে ধর্ষণ, গ্রেফতার প্রৌঢ়

Kultali Harassment: পুলিশ ও স্থানীয় সূত্রের খবর,বছর চল্লিশের ওই মহিলা মা-ভাইয়ের সঙ্গে থাকেন। গত বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বছর আটান্নর এক প্রতিবেশী প্রৌঢ় তাঁকে রাস্তার ধারে পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

Kultali: 'ও কথা বলতে পারে না গোঙাচ্ছিল...', কালীপুজোর দিন নির্জন বাড়িতে মহিলাকে নিয়ে ধর্ষণ, গ্রেফতার প্রৌঢ়
কুলতলিতে গণধর্ষণের অভিযোগImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 10:26 AM

কুলতলি: একদিকে যখন দেবীর আরাধনায় ব্যস্ত বাংলা, সেই সময় বিভিন্ন দিক থেকে খবর আসছে নারী নির্যাতনের। কখনও কল্যাণী কখনও বর্ধমান আর এবার কুলতলি। সেখানে মহিলাকে বিশেষ ক্ষমতা সম্পন্ন মহিলাকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার প্রৌঢ়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর,বছর চল্লিশের ওই মহিলা মা-ভাইয়ের সঙ্গে থাকেন। গত বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় বছর আটান্নর এক প্রতিবেশী প্রৌঢ় তাঁকে রাস্তার ধারে পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ দিকে মেয়ে দীর্ঘক্ষণ না ফেরায় মহিলার মা ও ভাই তাঁকে খুঁজতে বের হন। খুঁজতে-খুঁজতে ওই পরিত্যক্ত বাড়ি গিয়ে প্রৌঢ়কে ধর্ষণ করতে দেখতে পেয়ে যান তাঁরা। তখনই আশেপাশের লোকজন ডেকে প্রৌঢ়কে ধরে ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নির্যাতিতার পরিবারের সদস্যরা বলেন, “আমাদের বড় ননদ সে কথা বলতে পারে না। মানসিকভাবেও সুস্থ নয়। ওকে ডেকে নিয়ে গিয়েছিল আমাদের প্রতিবেশী। তারপর একটা বাড়িতে নিয়ে যায়। সেখানে কেউ থাকে না। গাছপালা ভরে রয়েছে শুধু। ওইখানে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছে। ও পাগল কথা বলতে পারে না। শুধু গোঙাচ্ছিল।”