হরিদেবপুর: মৃত্যু হল পর্ণশ্রী থানার এক পুলিশ কর্মী। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম পুলক দত্ত (৫২)। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্তে নেমেছে পর্ণশ্রী থানার পুলিশ। প্রাথমিকভাবে এলাকাবাসী বলছেন তিনি আত্মহত্যা করেছেন।
পরিবার সূত্রে খবর, সোমবার রাত্রিবেলা বাড়িতে একাই ছিলেন পুলকবাবু। তাঁর স্ত্রী বাড়ির বাইরে ছিলেন। রাত্রিবেলা বাড়ি ফিরে তিনি কলিং বেল বাজান। তবে দরজা না খোলায় তিনি প্রথমে মনে করেন পুলকবাবু ঘুমিয়ে পড়েছেন। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর এলাকাবাসীও জমায়েত হয় সেখানে। খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ঘরের ভিতর ঝুলছেন পুলিশ কর্মী পুলক দত্ত। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, প্রায় এক বছর ধরে ওই বাড়িটি ভাড়া নিয়ে থাকতেন ওই পুলিশকর্মী। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা বলেন, “আমি বাড়িতেই ছিলাম। সেই সময় শুনতে পাই ওই ভদ্রলোক গলায় দড়ি দিয়েছেন। আসলে অনেকক্ষণ ধরে ওদের বাড়িতে চিৎকার চেঁচামেচি চলছিল। ওনার এক ছেলে আছে। সে বাইরে আছে। এখানে মেয়ে আর বৌ-এর সঙ্গে থাকে।”