দক্ষিণ ২৪ পরগনা: বাড়িতে ঢুকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায়। গত ৩১ অগস্ট রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত নির্যাতিতা ছাত্রী ও তার পরিবারের লোকজনেরা।
স্কুলছাত্রীর বয়ান অনুযায়ী, অভিযুক্ত ওই স্কুলছাত্রীর প্রতিবেশী। সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে গোপন জবানবন্দি দেয় ওই নির্যাতিতা ছাত্রী। স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ে ওই ছাত্রী।
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা। এই ঘটনার পর আতঙ্কিত ছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছে। পরিবারের দাবি, ঘটনার পরই থানায় অভিযোগ জানিয়ে এসেছিলেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার হয়নি। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার।
পুলিশ পকসো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, ওই দিন রাত সাড়ে এগারোটা নাগাদ নিজের ঘরে ঘুমোচ্ছিল। সেইসময় চিলেকোটা দিয়ে তার ঘরে ঢোকে। এরপর তার উপর ঝাঁপিয়ে পড়ে। ছাত্রী বুঝতে পেরে পাল্টা প্রতিরোধের চেষ্টা করে। সেইসময় অভিযুক্ত যুবকের নখের আঁচড়ে রক্তাক্ত হয়ে যায় ওই ছাত্রী। ছাত্রীর চিৎকারে চম্পট দেয় অভিযুক্ত যুবক। পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর মা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)