Murder: ডায়াগনস্টিক সেন্টারে রক্তারক্তি! কর্মীর হাতে ‘খুন’ সহকর্মী

Souvik Sarkar | Edited By: Soumya Saha

Nov 14, 2023 | 8:49 PM

Murder in Bishnupur: প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে, ওই দুই কর্মীর মধ্যে বিগত বেশ কয়েকদিন ধরে অশান্তি চলছিল। অনুমান করা হচ্ছে, সেই অশান্তি ও রাগের কারণেই বছর সত্তরের বৃদ্ধ অনুপ বসুকে কুপিয়ে খুন করেছে ডায়াগনস্টিক সেন্টারের অপর কর্মী সুনাম পাল।

Murder: ডায়াগনস্টিক সেন্টারে রক্তারক্তি! কর্মীর হাতে খুন সহকর্মী
বেলেঘাটায় উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল অপর এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়। বিষ্ণুপুরের আমতলায় এক ডায়গনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন অনুপ বোসু ও সুনাম পাল। প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে, ওই দুই কর্মীর মধ্যে বিগত বেশ কয়েকদিন ধরে অশান্তি চলছিল। অনুমান করা হচ্ছে, সেই অশান্তি ও রাগের কারণেই বছর সত্তরের বৃদ্ধ অনুপ বসুকে কুপিয়ে খুন করেছে ডায়াগনস্টিক সেন্টারের অপর কর্মী সুনাম পাল।

বিষ্ণপুর থানা এলাকার আমতলা (ডাউন) এলাকার একটি বহুতল ফ্ল্যাটের একতলায় ডায়াগনস্টিক সেন্টারটি চলত। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, আজ বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে। ডায়াগনস্টিক সেন্টার তখন ফাঁকা ছিল। সেই সুযোগেই বৃদ্ধের উপর অভিযুক্ত হামলা চালায় বলে অভিযোগ। এদিকে বিষয়টি প্রথমে নজরে আসে ওই ফ্ল্যাটের অন্যদের। ডায়াগনস্টিক সেন্টারের ভিতর থেকে রক্ত বেরতে দেখেন তাঁরা। এরপর ভিতরে ঢুকতেই দেখেন সুনাম পাল সেখানে রয়েছে। আর ডায়গনস্টিক সেন্টারের শৌচালয়ে পড়ে রয়েছে বৃদ্ধ অনুপ বসুর রক্তমাখা দেহ।

ঘটনাটি কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ডায়গনস্টিক সেন্টারের ভিতরে বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে থানায় খবর দেন স্থানীয় লোকজন। অভিযুক্ত ব্যক্তি যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য ডায়গনস্টিক সেন্টারের বাইরের গেটে তালাও ঝুলিয়ে দেন এলাকাবাসীরা। এদিকে খুনের অভিযোগ পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান বিষ্ণুপুর থানার পুলিশকর্মীরা। অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। দেহটিও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

 

Next Article