সাগর: রেশন দুর্নীতির অভিযোগে গোটা রাজ্যে যখন একদিকে শোরগোল পড়ে গিয়েছে, তখন অন্যদিকে রেশনে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সাগরে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সাগর ব্লকের রামকরচর এলাকায়। নিম্নমানের চাল দেওয়ার অভিযোগে অঞ্জন দাস নামে এক রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, পুরনো বস্তা থেকে চাল দেওয়া হচ্ছিল। সেখান চালের মধ্যে পোকা ভর্তি বলে অভিযোগ। এমনকী চালের বস্তার মধ্যে মিলেছে আলু, পেঁয়াজ, লঙ্কাও… এমনই দাবি বিক্ষুব্ধ এলাকাবাসীদের। ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।
শুধু তাই নয়, যে বস্তাগুলি থেকে চাল দেওয়া হচ্ছিল, সেগুলিও সরকারি বস্তা নয় বলেই অভিযোগ গ্রামবাসীদের। এই বস্তার চাল কীভাবে রেশনে বণ্টন করা হচ্ছে, সেই নিয়েও প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। এদিকে পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় সাগর থানার পুলিশ। খাদ্য দফতরের আধিকারিকরাও ঘটনাস্থলে যান। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে গ্রামবাসীদের বিক্ষোভ। শেষে পুলিশ ও সরকারি অফিসারদের মধ্যস্থতায় ভাল মানের চাল দেওয়া শুরু হয়।
পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে। ওই রেশন দোকান থেকে প্রায় ৩৩ বস্তা নিম্নমানের চাল বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে কেন এই নিম্নমানের চাল দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন শুনে আমতা আমতা করতে থাকেন রেশন ডিলার। কেন পুরনো চাল দেওয়া হচ্ছে? নতুন কি আসেনি? প্রশ্ন করায় বললেন, নতুন চাল এসেছে। কিন্তু পুরনো চাল কেন দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কোনও উত্তর নেই। বস্তা থেকে আলু-পেঁয়াজ বেরনোর অভিযোগের কথা শুনেও বলেন, কীভাবে বের হচ্ছে, কিছুই তিনি বুঝতে পারছেন না।