Narendrapur: অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ

Satyajit Mondal | Edited By: Soumya Saha

Feb 10, 2023 | 3:29 PM

Narendrapur Police Station: ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মন্টু দাস, শিবু মণ্ডল, আকাশ অধিকারী ও সুবীর সিং।

Narendrapur: অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ
নরেন্দ্রপুরে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার চার

Follow Us

নরেন্দ্রপুর: এলাকার অসামাজিক কাজকর্ম রুখতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকায়। গতরাতের ওই ঘটনায় আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী। ঘটনার পর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তাঁদের জখম গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত ওই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মন্টু দাস, শিবু মণ্ডল, আকাশ অধিকারী ও সুবীর সিং। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ২৯০, ৩৩২, ৩৩৩ ও ৩৫৩ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শুক্রবার ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল গতরাতে? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর-সোনারপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে এসডি মাঠে অসামাজিক কাজকর্ম চলছিল। এই নিয়ে স্থানীয় থানায় খবর গিয়েছিল। সেই খবর পেয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের আটকে রাখা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা পুলিশকর্মীদের মারধরও করে বলে অভিযোগ। এদিকে সেই খবর পুলিশের কাছে যাওয়ার পর আরও পুলিশকর্মীদের সেখানে পাঠানো হয় এবং আটকে রাখা ওই তিন পুলিশকর্মীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত চার যুবককে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশের উপর হামলার ঘটনা সাম্প্রতিক অতীতে এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। কিছুদিন আগেই তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করতে গিয়ে রানাঘাট থানার দুই পুলিশকর্মী আক্রান্ত হয়েছিলেন। তারও আগে গত বছরের ডিসেম্বরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আক্রান্ত হয়েছিলেন পুলিশকর্মীরা। পিকনিক করতে গিয়ে একদল মদ্যপ যুবক পুলিশকর্মীদের উপর চড়াও হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তারপর ফের এই ধরনের ঘটনা। পুলিশকর্মীদের উপর চড়াও হওয়ার এমন একের পর এক ঘটনায় নিন্দায় সরব হতে শুরু করেছে বিভিন্ন মহল।

Next Article