ঘুটিয়ারিশরিফ: গাঁজা তো ছিলই, এবার চিন্তা বাড়াচ্ছে হেরোইন। গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারিশরিফে চলল পুলিশি অভিযান। উদ্ধার হল প্রায় ৮০০ গ্রাম হেরোইন। শুক্রবার দুপুরে ঘুটিয়ারিশরিফের দক্ষিণ মাখালতলা এলাকায় গোলবানু বিবি নামে এক মহিলার বাড়িতে তল্লাশি চালায় ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় ৭৮৮ গ্রাম হেরোইন।
শুধু হেরোইন নয়, পুলিশের হাতে এসেছে আরও বেশ কিছু অলঙ্কার। উদ্ধার হয়েথে প্রচুর সোনা-রূপোর গয়না। একইসঙ্গে ব্যাঙ্কের পাসবই সহ নানা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই এই গোলবানু এলাকায় হেরোইনের ব্যবসা চালাচ্ছিলেন ওই মহিলা। সংসার, গৃহকর্মের আড়ালেই চুপিসাড়ে চলতো কারবার। সেই খবরই গোপন সূত্রে চলে যায় পুলিশের কানে।
শুক্রবার দুপুরে ঘটনার খবর পেয়ে ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাস ওই বাড়িতে হানা দেন। অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে চলে তল্লাশি অভিযান। গোলবানুর ঘরে হানা দিতেই চোখ কপালে উঠে যায় পুলিশের। এদিনই ওই মহিলাকে তোলা হচ্ছে আলিপুর আদালতে। তবে তাঁর সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, বড় কোনও চক্র নেপথ্যে আছে কিনা সবই খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও।