Rudraneel-Rajanya: রুদ্রনীলের কটাক্ষ ধেয়ে আসতেই থানায় অভিযোগ দায়ের রাজন্যার

Satyajit Mondal | Edited By: অংশুমান গোস্বামী

Aug 06, 2023 | 12:05 AM

তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় বক্তব্য রাখেন তৃণমূলের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি রাজন্যা। তার বক্তব্য ভাইরাল হয় সমাজ মাধ্যমে। চর্চা শুরু হয় যুব নেত্রীকে নিয়ে।

Rudraneel-Rajanya: রুদ্রনীলের কটাক্ষ ধেয়ে আসতেই থানায় অভিযোগ দায়ের রাজন্যার
রাজন্যা ও রুদ্রনীল

Follow Us

সোনারপুর: বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে শনিবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের যুব নেত্রী রাজন্যা হালদার। সম্প্রতি তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় বক্তব্য রাখেন তৃণমূলের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি রাজন্যা। তার বক্তব্য ভাইরাল হয় সমাজ মাধ্যমে। চর্চা শুরু হয় যুব নেত্রীকে নিয়ে। এরপরেই এ দিন একটি সংবাদ মাধ্যমে রাজন্যাকে নিয়ে মন্তব্য করেন রুদ্রনীল। সেই বক্তব্যের প্রেক্ষিতেই শনিবার অভিযোগ দায়ের করলেন রাজন্যা।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রুদ্রনীলকে বলতে শোনা যায়, “রাজন্যা বোনের বাড়িতেও অর্পিতার মতো ৫০ কোটি টাকা ঢুকিয়ে দেবে বলে তৃণমূল নেতারা নিজেরা মারামারি করছে।” তিনি আরও বলেন, “এমনি এমনি ওই মঞ্চে ওঠা যায় না। অনেক কষ্ট করে ওঠা যায়। রাজন্যা বোনকে বলব, আপনার মধ্যে সম্ভাবনা খুঁজে পাওয়া গিয়েছে। খুব সতর্ক এবং সাবধান থাকবেন। আপনার ঘরের ভেতরে কতটা জায়গা আছে সেটা না জানলে ওরা টাকা ঢোকাতে পারবে না।”

এ দিন থানায় অভিযোগ জানিয়ে রাজন্যা বলেন, “বিজেপি মা বোনেদের সম্মান করতে পারে না। মণিপুরে ওরা মহিলাদের উপর অত্যাচার করছে। সেই সংস্কৃতি এখানে নিয়ে আসতে চাইছে। কিন্তু বাংলায় এই জিনিস চলবে না।” রুদ্রনীল ঘোষ একজন শিল্পী হয়ে কী ভাবে এই কথা বলেন, সেই প্রশ্ন তোলেন তিনি। দলের নির্দেশেই থানায় অভিযোগ জানতে এসেছে বলেও জানান রাজন্যা। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫০০, ৫০৬, ৫০৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Next Article