Road Accident: জেসিবি দিয়ে বাস তুলে দেহ বের করল পুলিশ, ১১ বছরের নাবালিকার মর্মান্তিক পরিণতি

Shuvendu Halder | Edited By: সায়নী জোয়ারদার

Jul 25, 2023 | 1:36 PM

Diamond Harbour: সোমবার সাইকেলে চেপে স্থানীয় আইসিডিএস সেন্টার থেকে মিড ডে মিল নিয়ে বাড়ি ফিরছিল জবা ও দয়ালহরি। ফেরার পথে পিছন থেকে আসা বকখালি রুটের যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা মারে।

Road Accident: জেসিবি দিয়ে বাস তুলে দেহ বের করল পুলিশ, ১১ বছরের নাবালিকার মর্মান্তিক পরিণতি
ভয়াবহ পথদুর্ঘটনা প্রাণ কাড়ল ১১ বছরের মেয়ের।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ডায়মন্ড হারবার: মিড-ডে মিল নিয়ে ফিরছিল দুই ভাই বোন। ভয়ঙ্কর পথদুর্ঘটনা প্রাণ কাড়ল বোনের। গুরুতর জখম হয়েছে দাদাও। সোমবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের কয়লাঘাটা এলাকায় দুর্ঘটনা ঘটে। ১১৭ নম্বর জাতীয় সড়ক। সবসময় ব্যস্ত এই রাস্তা। সেই রাস্তা ধরেই মিড ডে মিল নিয়ে ফিরছিল ১১ বছরের জবা দাস ও দয়ালহরি দাস। জবা স্থানীয় ধনেশ্বর হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। দয়ালহরিও পঞ্চম শ্রেণিরই পড়ুয়া। সাইকেলে চেপে স্থানীয় আইসিডিএস সেন্টার থেকে মিড ডে মিল নিয়ে বাড়ি ফিরছিল জবা ও দয়ালহরি।

ফেরার পথে পিছন থেকে আসা বকখালি রুটের যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা মারে। অভিযোগ, ঘাতক বাসের তলায় দীর্ঘক্ষণ আটকে পড়ে ছিল ভাই ও বোন। পরে জেসিবি এনে বাসটি উঁচু করে উদ্ধার করা হয়। স্থানীয় ফ্রেজারগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জবাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দয়ালহরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, “আমি খিচুড়ি নিয়ে আসছিলাম। আমার ছেলেও সঙ্গে ছিল। হঠাৎ দেখি বাসটা দাঁড়িয়ে আছে। আমার এখানেই বাড়ি। বাবা দেখি এসে বলছে ভয়ঙ্কর বাসের শব্দ হল। তাই বেরিয়ে এসেছি। এসে দেখি ওরা বাসের নীচে পড়ে। মেয়েটা তো এখানেই মরে গিয়েছে। ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেল।” এদিক ধাক্কা মারার পর বাসটিকে রাস্তার এক ধারে হেলে পড়ে। নীচেই আটকে পড়ে ভাই বোন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার আধিকারিকরা।

Next Article